রবিবার , ১০ ডিসেম্বর ২০১৭ | ২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

মুশফিককে সরিয়ে টেস্টের অধিনায়ক সাকিব

Paris
ডিসেম্বর ১০, ২০১৭ ৬:৪৭ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মুশফিকুর রহিমকে সরিয়ে বাংলাদেশ জাতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক করা হয়েছে সাকিব আল হাসানকে। এছাড়া সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সভায় এ সিদ্ধন্ত নেওয়া হয়।

এতদিন টেস্ট দলের সহ-অধিনায়ক থাকা তামিম ইকবালকে সেখান থেকে সরিয়ে টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক করা হয়েছে। আর মাশরাফি বিন মর্তুজা ওয়ানডে দলের অধিনায়ক হিসেবেই রয়েছেন।

এর আগে চলতি বছরের এপ্রিলে বাংলাদেশের শ্রীলঙ্কা সফরে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের নিয়েছিলেন মাশরাফি। পরবর্তীতে সাকিবকে টি-২০ দলের দলনেতা করা হয়েছিল।

মুশফিকুর রহিম ২০১১ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়কত্ব পেয়েছিলেন। কিন্তু ২০১৪ সালে সীমিত ওভারের ক্রিকেটে মাশরাফিকে নেতৃত্ব দেওয়া হয়। মুশফিক শুধুমাত্র টেস্টের অধিনায়ক ছিলেন। তবে এবার তিনি আর কোনো ফরম্যাটেই দলনেতা হিসেবে থাকছেন না।

সুত্র: বাংলানিউজ

সর্বশেষ - খেলা