বুধবার , ৯ অক্টোবর ২০২৪ | ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

মিয়ানমার থেকে টেকনাফে ঢুকল আরও ৩৭ রোহিঙ্গা

Paris
অক্টোবর ৯, ২০২৪ ৮:২১ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

কক্সবাজার টেকনাফের বাহার ছড়া ইউনিয়নের জাহাজপুড়া নৌ-ঘাট দিয়ে মিয়ানমার হতে রাতের অন্ধকারে অনুপ্রবেশ কালে ৩৭ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে ২১ জন শিশু, ১২ জন নারী ও চারজন পুরুষ রয়েছেন। তারা সকলে মিয়ানমারের মংডু শহরের বিভিন্ন গ্রামের বাসিন্দা বলে স্বীকার করেছেন।

সোমবার রাতে টেকনাফের বাহার ছড়া জাহাজ পুড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক রোহিঙ্গা এক নারী জানান, আমাদের আরাকান আর্মি অনেক নির্যাতন করছে, তাই জীবন বাঁচাতে চলে এসেছি।

তিনি আর বলেন, মিয়ানমারের দালালদের সঙ্গে কথা বলে ১৫ হাজার টাকা দিয়ে বোট যোগে আমরা এসেছি।

টেকনাফ বাহার ছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন বলেন, দালালেরা টাকার বিনিময়ে রোহিঙ্গাদের মিয়ানমার থেকে নিয়ে আসেন। আজও বাহার ছড়া জাহাজ পুড়া এলাকা হতে শিশুসহ অনেক অনুপ্রবেশ করেছে।

টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ গিয়াস উদ্দিন জানান, রাতে দালালদের সহযোগিতায় ট্রলারে করে মিয়ানমার হতে শিশুসহ ৩৭ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করে বিজিবির হাতে হস্তান্তর করা হয়েছে।

 

সূত্র: যুগান্তর

সর্বশেষ - জাতীয়