শুক্রবার , ১১ অক্টোবর ২০২৪ | ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

মিয়ানমার থেকে ছাড়া পেয়েছে বাংলাদেশি জেলেরা

Paris
অক্টোবর ১১, ২০২৪ ৯:২৮ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

মিয়ানমার থেকে ছাড়া পেয়েছেন বাংলদেশি জেলেরা। তাদের ছয়টি ট্রলারের সবগুলো ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আদনান চৌধুরী।

নিহত ব্যক্তির মরদেহসহ মোট ৫৮ জনের সবাইকে বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বুধবার বিকেলে কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিনের অদূরে মাছ ধরতে যাওয়া বাংলাদেশি ট্রলার লক্ষ্য করে গুলি বর্ষণ করে মিয়ানমারের নৌবাহিনী। এ ঘটনায় এক জেলে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। আহত হয়েছেন আরো দুজন।

পরে মিয়ারমারের নৌবাহিনীর সদস্যরা ছয়টি ট্রলারসহ ৫০ থেকে ৬০ জন জেলের সবাইকে আটক করে। পরবর্তীতে তাদের মধ্যে নিহত ও আহতসহ ১১ জনকে তারা ফেরত পাঠিয়েছে।

আদনান জানান, মাছ শিকারে ওই জেলেরা ছয়টি ট্রলার নিয়ে সমুদ্রে যায়। আনুমানিক দুপুর থেকে বিকেলের কোনো একটা সময়ে মিয়ানমারের নৌবাহিনী তাদের ধাওয়া করে গুলি চালাতে শুরু করে। এতে ওই হতাহতের ঘটনা ঘটে।

 

সূত্র: যুগান্তর

সর্বশেষ - জাতীয়