বৃহস্পতিবার , ৮ সেপ্টেম্বর ২০১৬ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

মার্কিন বিমানের নাকের ডগা দিয়ে উড়ে গেল রুশ যুদ্ধবিমান

Paris
সেপ্টেম্বর ৮, ২০১৬ ১০:১৪ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কৃষ্ণ সাগরে যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা বিমানের নাকের ডগা দিয়ে উড়ে গেল রাশিয়ার যুদ্ধবিমান। দুই বিমানের মধ্যে ব্যবধান ছিল মাত্র ১০ ফুট।

পেন্টাগনের দাবি, বুধবার রাশিয়ার এসইউ-২৭ যুদ্ধবিমানের এভাবে উড়ে যাওয়ার ঘটনা ‘বিপজ্জনক ও অপেশাদারি’ বিষয়।

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বিমানটি রাশিয়ার এলাকার দিকে ধাবিত হওয়ায় আন্তর্জাতিক আইন মেনে এসইউ-২৭ অগ্রসর হয়। বর্তমানে কৃষ্ণ সাগরে সামরিক মহড়া চালাচ্ছে রাশিয়া।

মার্কিন সামরিক সদর দপ্তর পেন্টাগনের মুখপাত্র ক্যাপ্টেন জেফ ডেভিস জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পি-৮এ পোসেইডন বিমানটি আন্তর্জাতিক আকাশসীমায় নিয়মিত মহড়া দিচ্ছিল। এ সময় রাশিয়ার যুদ্ধবিমান অনিরাপদ প্রদক্ষিণ করে। তিনি আরো বলেন, এ ধরনের ঘটনা অযথা উত্তেজনা বাড়ায় এবং এতে ভুল হয়, দুর্ঘটনাও হয়।

পেন্টাগনের একজন মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে এএফপি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিমানের ১০ ফুটের কাছ দিয়ে উড়ে যাওয়ার আগে একইভাবে ৩০ ফুট কাছ দিয়ে একবার উড়ে যায় রুশ যুদ্ধবিমানটি।

তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সাফ জানিয়ে দিয়েছে, রাশিয়ার এলাকায় প্রবেশ করছিল দেখেই তাদের যুদ্ধবিমান পাঠানো হয়। নিশ্চিত হওয়ার জন্য রাশিয়ার যুদ্ধবিমান যখন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিমানের কাছাকাছি যায়, তখন সেগুলো দ্রুত ফিরে যায়। রাশিয়ার পাইলটরা কঠোরভাবে আন্তর্জাতিক আইন মেনে ফ্লাইট পরিচালনা করেছেন।

সূত্র: রাইজিংবিডি

সর্বশেষ - আন্তর্জাতিক