মঙ্গলবার , ২৪ নভেম্বর ২০২০ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

মারামারির মামলায় এক পরিবারের ৪ জনের বাড়িতেই কারাগার

Paris
নভেম্বর ২৪, ২০২০ ৭:২৯ অপরাহ্ণ

সাতক্ষীরায় দুই প্রতিবেশীর মধ্যে চলাচলের রাস্তা নিয়ে মারামারির ঘটনায় স্বামী-স্ত্রীসহ একই পরিবারের চারজনকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে আসামিদের কারাগারে না পাঠিয়ে প্রবেশন আইনে আদালত তাদেরকে বাড়ি পাঠিয়েছেন কয়েকটি শর্তে।

সাতক্ষীরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার মঙ্গলবার এই রায় দেন।

শর্তের মধ্যে রয়েছে মাদক বিরোধী প্রচার, প্রত্যেককে ২০টি করে গাছ লাগানো ও তার পরিচর্যা, বাল্যবিবাহ রোধে প্রচারণা, সবার সঙ্গে সুসম্পর্ক রাখা এবং কারও সাথে কোনো ঝগড়া না করা। তিন মাস পর এ শর্ত যথাযথভাবে পালিত হয়েছে কিনা সে সংক্রান্ত রিপোর্ট দেয়ারও নির্দেশ দিয়েছেন আদালত। আদালত আরও জানিয়েছেন এই শর্তে কোন বিঘ্ন ঘটালে তাদেরকে কারাগারে পাঠানো হবে।

সাজাপ্রাপ্ত হয়েও বাড়িতে থাকা আসামিরা হলেন আশাশুনি উপজেলার মহিষাডাঙা গ্রামের গৌতম গাইন, মমতা গাইন, লতিকা মণ্ডল ও উর্মিলা গাইন।

মামলার বাদী প্রতিবেশী নমিতা মণ্ডল উল্লেখ করেন, দুই পরিবারের মধ্যে যাতায়াতের পথ নিয়ে বিরোধ চলছিল। এরই এক পর্যায়ে তার মেয়ে বন্যাকে গৌতম ও তার পরিবারের লোকজন মারধর করে। এ ঘটনায় তিনি আশাশুনি থানায় মামলা করেন ২০১৬ সালে। তদন্ত শেষে আশাশুনি থানা পুলিশ এ মামলায় আসামিদের বিরুদ্ধে চার্জশিট দেয়।

সরকার পক্ষে এ মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট পংকজ মজুমদার। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট একেএম রেজায়ানুল্লাহ সবুজ।

 

সূত্রঃ যুগান্তর

সর্বশেষ - সব খবর