শনিবার , ১৬ সেপ্টেম্বর ২০২৩ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

মাদকদ্রব্য বিক্রি করতে বাধা দেয়ায় তানোরে মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে যুবক আহত

Paris
সেপ্টেম্বর ১৬, ২০২৩ ১০:০৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীর তানোর উপজেলায় মাদক বিক্রি করতে বাধা দেয়ায় এক যুবককে ছুরিকাঘাত করে আহত করা হয়েছে। আজ শনিবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে আহত যুবকের নাম জাহিদ আক্তার রিগান। তিনির তানোর উপজেলার পাড়িশোগ্রামের নজরুল ইসলামের ছেলে। আহত রিগানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, উপজেলার দুর্গাপুর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে রাশেল একজন মাদক বিক্রেতা। আজ শনিবার বিকেলে দুর্গাপুর বাজারে প্রকাশ্যে মাদক বিক্রি করছিল রাসেল। বিষয়টি রিগান জানতে পেরে মাদক বিক্রি করতে বাধা দেয়। এসময় রাসেল রিগানকে উপযুক্তপুরি ছুরিকাঘাত করে আহত করে। পরে স্থানীয় লোকজন এসে রিগানকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

রাসেলের ছুরিকাঘাতে রিগানের শরীরের বেশ কিছু জায়গায় ক্ষত হয়েছে। বর্তমান রিগান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ২ নং ওয়ার্ডে ভর্তি আছেন।

তানোর থানা পুলিশ বলছে, ঘটনাটি তারা শুনেছেন। তবে এব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়।

সর্বশেষ - রাজশাহীর খবর