শুক্রবার , ১ নভেম্বর ২০২৪ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ভূমিদস্যু, পরিবেশ দূষণকারী সবাইকে দমন করতে হবে: পরিবেশ উপদেষ্টা

Paris
নভেম্বর ১, ২০২৪ ৮:২৯ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে বৈষম্যহীন ও পরিবেশবান্ধব সমাজ গঠন করতে হবে। বৈষম্যহীন সমাজ বিনির্মাণে কাজ করছে সরকার। জনগণের দাবি যৌক্তিক হলে সরকার মেনে নেয়। আস্থার পরিবেশ সৃষ্টিতে কাজ করা হচ্ছে। বিক্ষোভ না করে সবাই মিলে কাজ করতে হবে। ভূমিদস্যু, পরিবেশ দূষণকারী সবাইকে দমন করতে হবে। প্রকৃতি সংরক্ষণে কাজ করতে হবে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে শ্যামলী সার্বজনীন পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শ্যামাপূজা ও দীপাবলি-২০২৪ উপলক্ষে ‘বৈষম্যহীন সমাজ ও সর্বজীবের শান্তি কামনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এই সমাজে সবার সমান অধিকার নিশ্চিত করা হলে সর্বজীবের শান্তি ও সুস্থিতি প্রতিষ্ঠিত হবে। সাম্প্রদায়িক সম্প্রীতির এই উৎসব আমাদের মনে করিয়ে দেয়, মানবিক মূল্যবোধের মাধ্যমে কেবল বৈষম্য দূর করাই সম্ভব। পরিবেশ রক্ষার জন্য সকল ধর্মের মানুষকে একত্রিত হয়ে কাজ করতে হবে, কেননা প্রকৃতি আমাদের সকলের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ।

প্রকৌশলী সুধাংশু চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আলোচনা করেন ডা. অসিম কুমার ধর, শ্রী খোকন কুমার শীল, অধ্যাপক অনিল কুমার সরকার, শ্রী ভবেশ চন্দ্র পোদ্দার সাংবাদিক ও লেখক শিব শংকর মোদক এবং পরিবেশবিদ মিহির বিশ্বাস প্রমুখ।

অনুষ্ঠানে ধর্মীয় নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা বৈষম্যহীন সমাজ গঠনের প্রয়োজনীয়তা এবং সামাজিক সম্প্রীতি ও সহমর্মিতার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

 

সূত্র: বাংলা ট্রিবিউন

সর্বশেষ - জাতীয়