শনিবার , ২৬ অক্টোবর ২০২৪ | ১১ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ভুটানের বিপক্ষে জিততে প্রস্তুত বাংলাদেশ

Paris
অক্টোবর ২৬, ২০২৪ ৯:৪১ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

নারী সাফ চ্যাম্পিয়নশিপে ফাইনালে ওঠার জন্য প্রস্তুত বাংলাদেশ। গত আসরের সেমিফাইনালে ভুটানকে ৮-০ গোলে হারিয়ে ফাইনালে খেলেছিল বাংলাদেশ। এবারও সেই ভুটানকেই শেষ চারে পেয়েছে তারা। আগামীকাল রবিবার পৌনে দুইটায় কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে হবে ম্যাচটি।

সেমিফাইনালে ওঠার পথে গ্রুপ পর্বে ভুটান রুখে দিয়েছে নেপালকে। এছাড়া মালদ্বীপের জালে ১৩ গোল দিয়েছে তারা। শ্রীলঙ্কাও পাত্তা পায়নি পাহাড়বেষ্টিত দেশটির কাছে।

তাই তো আরেকটি শিরোপার খোঁজে থাকা বাংলাদেশ বেশ সর্তক। তবে এর মাঝেও ভুটানকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশের ব্রিটিশ কোচ পিটার বাটলার, ‘সাবিনা পরের ম্যাচ মিস করতে পারে। তবে শুধু সে না, যে কোনও ফুটবলারই মিস করতে পারে। আমার জায়গা থেকে বিষয়টা দেখবো। আমাকে বাস্তববাদী হতে হবে। আমার ‘এ’ ও ‘বি’ দুটি প্ল্যান রয়েছে। সে (সাবিনা) না খেললে মুনকি আক্তার, মনিকা, সাগরিকা খেলবে। আমার হাতে বিকল্পও আছে। আমরা জেতার জন্য মাঠে নামবো।’

ভুটানকে নিয়ে সতর্ক কোচ, ‘ভুটানকে ভয় পাওয়ার কিছু নেই। প্রতিপক্ষ শক্তিশালী থাকে, সেটা জানি। ওরা শক্তিশালী দল, সেটা ভেবেই খেলবো। তাদের গোলরক্ষক অনেক ভালো। ম্যান অব দ্য ম্যাচ হয়েছে। আমরা সেরা প্রস্তুতি নিয়েই নামবো।’

ভুটান বাধা পার হতে শুধু মাঝমাঠ নয়, সব বিভাগেই সতীর্থদের কাছে সেরা পারফরম্যান্স চান মারিয়া মান্দা, ‘সব পজিশনই গুরুত্বপূর্ণ। শুধু মিডফিল্ডার বা ডিফেন্স নিয়ে ভাববো না। ভুটান প্রস্তুতি ম্যাচ খেলেছে (এ টুর্নামেন্টে খেলতে আসার আগে)। আমরা খেলিনি… আমরা জানি যে উন্নতি করছে তারা। তাদের বিপক্ষে সেরাটা দিতে হবে আমাদের।’

 

সূত্র: বাংলা ট্রিবিউন

সর্বশেষ - খেলা