শুক্রবার , ২৫ অক্টোবর ২০২৪ | ৯ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ভিনিসিয়ুসের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোয় দায়ে ৪ জন গ্রেপ্তার

Paris
অক্টোবর ২৫, ২০২৪ ১০:৪৭ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের বিরুদ্ধে ঘৃণামূলক প্রচারণার জন্য দায়ী ৪ জনকে গ্রেপ্তার করেছে স্পেনের পুলিশ। গত ২৯ সেপ্টেম্বর লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে রিয়ালের ম্যাচের পর ভিনিসিয়ুসকে নিয়ে ঘৃণাসূচক প্রচারণায় জড়িততের গ্রেপ্তারের দাবিতে তিনটি অভিযোগে দায়ের করেছিল লা লিগা কতৃপক্ষ। তদন্ত শুরুর পর এবার চারজনকে গ্রেপ্তার করা হলো।

স্পেনের পুলিশ ইএসপিএনকে নিশ্চিত করেছে,“গ্রেপ্তারকৃতরা ভিনিসিয়ুসকে লক্ষ্য করে অপমানসূচক ও বর্ণবাদী মন্তব্য করতে ভক্তদের স্টেডিয়ামে যাওয়ার জন্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উস্কানি দিয়েছিল।

ভক্তদের স্টেডিয়ামে মুখোশ পরে যেতে বলা হয়েছিল যেন তাদের কেউ চিহ্নিত করতে না পারে।”
২৪ বছর বয়সী ভিনিসিয়ুস ২০১৮ সালে স্পেনে আসার পর থেকে প্রতিপক্ষ দলের সমর্থকদের কাছ থেকে প্রায়শই বর্ণবাদী নির্যাতনের শিকার হচ্ছেন। গত ডিসেম্বরে একটি সেতুর সঙ্গে ভিনিসিয়ুসের কুশপুত্তলিকা টাঙানোর পরে চার অ্যাটলেটিকো ভক্তের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। গত বছরের জুনে লা লিগার ম্যাচ খেলার সময় ভিনিসিয়ুসকে জাতিগতভাবে গালি দেওয়ার জন্য তিন ভ্যালেন্সিয়া সমর্থককে আট মাসের জন্য কারাদণ্ড দেওয়া হয়।

 

সূত্র: কালের কণ্ঠ

সর্বশেষ - খেলা