রবিবার , ২৭ অক্টোবর ২০২৪ | ১২ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ভারতে ২ সপ্তাহে ৩৫০ ফ্লাইটে বোমাতঙ্ক, আইন সংশোধনের ভাবনা সরকারের

Paris
অক্টোবর ২৭, ২০২৪ ১০:২৬ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

রবিবারও ভারতীয় বিভিন্ন বিমান সংস্থার অন্তত ৫০টি ফ্লাইটে ভুয়া বোমাতঙ্ক ছড়িয়েছে। সপ্তাহ দুয়েক ধরে দেশটির একের পর এক ফ্লাইটে বোমাতঙ্ক ছড়াচ্ছে, যার সবগুলোই ভুয়া। এই নিয়ে গত দুই সপ্তাহে ৩৫০টিরও বেশি ফ্লাইটে বোমাতঙ্ক ছড়ানোর অভিযোগ উঠল। এগুলোর অধিকাংশই উঠে এসেছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে।

রবিবার আকাসা এয়ারের ১৫টি ফ্লাইটে ভুয়া হুমকি এসেছে। পাশাপাশি ইন্ডিগোর ১৮টি ও ভিস্তারার ১৭টি ফ্লাইটেও একই ধরনের ভুয়া হুমকি গিয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। একাধিক ফ্লাইট বাতিলও হয়েছে। কোনোটির য়াবার যাত্রাপথ বদল হয়েছে।

ভুয়া বোমাতঙ্কে অভিযুক্তদের সংশ্লিষ্ট বিমান সংস্থার ‘নো ফ্লাই লিস্টে’ অন্তর্ভুক্ত করার পরিকল্পনাও চলছে। এই তালিকাভুক্তরা সংশ্লিষ্ট বিমান সংস্থার কোনো ফ্লাইটে যাত্রা করতে পারে না।

এদিকে পর পর এতগুলো ফ্লাইটে বোমাতঙ্ক ছড়ানোর ঘটনায় উদ্বিগ্ন দেশটির কেন্দ্রীয় সরকার। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের ভাবনার কথা রবিবারও জানিয়েছেন কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রী কে রামমোহন নাইডু।

এসব ঘটনায় জড়িতদের বিমানে ওঠা পুরোপুরি বন্ধ করে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। বেসামরিক বিমান পরিবহণ সংক্রান্ত দুটি আইনে প্রয়োজনীয় সংশোধন আনারও চিন্তা-ভাবনা চলছে সরকারের।

বিমানগুলিতে বোমাতঙ্ক বন্ধ করতে একাধিক আন্তর্জাতিক সংস্থা ও তদন্তকারী সংস্থার সাহায্য নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার। বোমাতঙ্ক ছড়িয়ে কেউ ধরা পড়লে, তার বিরুদ্ধে কড়া শাস্তি ও জরিমানার কথাও ভাবা হচ্ছে। শিগগিরই এ বিষয়ে সরকারিভাবে সিদ্ধান্ত জানানো হবে বলেও জানিয়েছেন মন্ত্রী নাইডু।

প্রসঙ্গত, শনিবারই বোমাতঙ্ক ছড়ানোর অভিযোগে দেশটিতে এক যুবককে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। দিল্লির উত্তম নগর এলাকার বাসিন্দা শুভম উপাধ্যায়কে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরের ডিসিপি ঊষা রঙ্গানি সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসকে জানিয়েছেন, শুভম সবার দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলেন। মজার ছলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন। মূলত ‘র্প্যাংক’ হিসেবে পোস্ট করতে গিয়ে বিপদ ডেকে আনেন শুভম। তার বিরুদ্ধে বেসামরিক বিমান চলাচল সুরক্ষা আইন ও ভারতীয় ন্যায় সংহিতার অধীনে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।

 

সূত্র: কালের কণ্ঠ

সর্বশেষ - আন্তর্জাতিক