সিল্কসিটিনিউজ ডেস্ক:
ভবন নির্মাণের ক্ষেত্রে দালালদের হয়রানি ও দুর্ভোগ নিরসনের লক্ষে নতুন দুটি সিদ্ধান্ত নিয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।
বুধবার সচিবালয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) সঙ্গে বিডাকের সমন্নয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম।
সিদ্ধান্তের বিষয়ে গণপূর্ত মন্ত্রী বলেন, ভবন নির্মাণে গতিশীলতা আনতে দুটি সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগে ভবন নির্মাণে ১২টি ধাপ পার করতে হতো। কিন্তু এখন সেটি মাত্র ৪ ধাপে সম্পন্ন করা হবে।এসব ধাপ হল-
১. ভূমি ব্যবহারের ছাড়পত্র গ্রহণ।
২. সিভিল এভিয়েশনের অনুমোদন (শুধুমাত্র বিমান চলাচলের রুট এলাকা)।
৩. কেপিআই-এর অনুমোদন।
৪. ১০ তলার ওপরে ভবন হলে ফায়ার সার্ভিসের অনুমোদন।
অপর সিদ্ধান্তটি হল- আগে এসব প্রক্রিয়া সম্পন্ন হতে সময় লাগত ১৫০ দিন। এখন এ সময় কমিয়ে আনা হয়ে হয়েছে মাত্র ৫৩ দিনে।
এসব সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর করা হচ্ছে বলে জানান মন্ত্রী। পাশাপাশি ১ মে থেকে ভবন নির্মাণের প্রয়োজনীয় সব সুবিধা অনলাইনের মাধ্যমে গ্রাহকরা নিতে পারবেন।
শ ম রেজাউল করিম জানান, প্রত্যেক ভবন নির্মাণের ক্ষেত্রে ইন্স্যুরেন্স বাধ্যতামূলক করা হয়েছে।
গ্রাহকরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হয় সেদিকে লক্ষ্য রেখেই এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে।