রবিবার , ১১ আগস্ট ২০২৪ | ৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বিসিবি কীভাবে পরিচালিত হবে, জানালেন আসিফ মাহমুদ

Paris
আগস্ট ১১, ২০২৪ ২:২৮ অপরাহ্ণ

 

সিল্কসিটি নিউজ ডেস্ক:

অন্তর্বতীকালীন সরকারের পথচলা শুরু হয়েছে। তবে দেশের পরিস্থিতি অস্থির থাকায় নতুন করে সবকিছু ঢেলে সাজাতে হচ্ছে। বাংলাদেশের ক্রীড়া অঙ্গনেও এর প্রভাব পড়েছে। তবে বিগত সরকার পতনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ২৫ পরিচালকের বেশিরভাগই আত্মগোপনে চলে গেছেন। তাই এখন প্রশ্ন উঠেছে দেশের ক্রিকেট কীভাবে পরিচালিত হবে?

রবিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা আসিফ মাহমুদ প্রথম অফিস করেছেন। যেখানে তিনি স্পষ্ট জানিয়েছেন, বিসিবি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান তাই আইসিসির গাইডলাইন ও নিয়ম অনুসারেই চলবে বিসিবি।

যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আমাদের যে কাজগুলো চলমান আছে, সেগুলো যাতে দ্রুত শেষ করা যায় সেই বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। আর বিসিবির বিষয়ে বলতে চাই, তারা যেহেতু একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তাদেরকে আমরা তো আর নিয়ন্ত্রণ করতে পারব না। আমরা তাদেরকে পরামর্শ দেওয়া ও নিতে পারব।’

এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও আত্মগোপনে। যতদূর জানা যায়, তিনি এখন আছেন ইংল্যান্ড। এই পরিস্থিতিতে যদি অন্তবর্তী কাউকে নিয়োগ দায়িত্ব দেওয়ার সুযোগ থাকে সে ব্যাপারেও নিয়মনীতি অনুসরণ করবেন আসিফ মাহমুদ।

আসিফ মাহমুদ বলেছেন, ‘বর্তমানে বিসিবির সভাপতি অনুপস্থিত আছেন। অবশ্যই একটা সংস্থাকে কাজ করতে হলে সবার উপস্থিতি প্রয়োজন। সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে যেহেতু তিনি অনুপস্থিত আছেন, তাই আমরা বিসিবির যারা পরিচালক আছেন, তাদের সঙ্গে কথা বলেছি। তারা আইসিসির আইন মেনে যেটা করার, সেটাই করবেন। পাশাপাশি অন্তর্র্বতীকালীন সময়ের জন্য কাউকে নিয়োগ দেওয়া যায় কিনা সেই বিষয়টিও দেখতে বলেছি।’

 

 

সর্বশেষ - খেলা