সোমবার , ২৫ এপ্রিল ২০২২ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বিশ্বসেরা গবেষকের তালিকায় রাবির ৯৭ শিক্ষক

Paris
এপ্রিল ২৫, ২০২২ ১২:১০ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স র‌্যাংকিং-২০২২ এ বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ৯৭ শিক্ষক।

শনিবার (২৩ এপ্রিল) এডি সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়। বিশ্বের ১৪ হাজার ১২০টি প্রতিষ্ঠানের সাত লাখ ২৯ হাজার গবেষক এ তালিকায় স্থান পেয়েছেন।

আন্তর্জাতিক মানের এ সূচকটির নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত তথ্য মতে, ১২ ক্যাটাগরিতে গবেষকদের ভাগ করা হয়েছে। এডি সায়েন্টিফিক ইনডেক্স র‌্যাংকিং-২০২২ এর তালিকায় বাংলাদেশের দুই হাজার ৭৭১ জন গবেষক স্থান পেয়েছেন। এর মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে স্থান পেয়েছেন রাবির বিভিন্ন বিভাগের ৯৭ শিক্ষক।

তালিকায় রাবি গবেষকদের মধ্যে প্রথম ও বাংলাদেশের মধ্যে ২০তম স্থানে রয়েছেন ফলিত গণিত বিভাগের অধ্যাপক মো. আলি আকবর, দ্বিতীয় ও ২৮তম স্থানে রয়েছে ফিশারিজ বিভাগের অধ্যাপক ড. ইয়ামিন হোসাইন, তৃতীয় ও ৩১তম স্থানে রয়েছেন জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ এইচ এম মাহবুবর রহমান, চতুর্থ ও ৪০তম স্থানে রয়েছেন ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. আশিক মোসাদ্দেক, পঞ্চম ও ৪২তম স্থানে রয়েছেন বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. মো. খালেদ হোসাইন।

সায়েন্টিফিক ইনডেক্স গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের বিগত পাঁচ বছরের গবেষণার এইচ ইনডেক্স, আইটেন ইনডেক্স ও সাইটেশন স্কোরের ভিত্তিতে এ র‌্যাংকিং প্রকাশ করা হয়েছে।

 

সূত্রঃ জাগো নিউজ

সর্বশেষ - রাজশাহীর খবর