রবিবার , ৬ অক্টোবর ২০২৪ | ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বিশ্বকাপে আজ ভারত-পাকিস্তানের রোমাঞ্চকর দ্বৈরথ

Paris
অক্টোবর ৬, ২০২৪ ২:১৯ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক:
মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতে চলছে বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর। যেখানে শ্রীলঙ্কাকে হারিয়ে আসরে শুভসূচনা করে পাকিস্তানের মেয়েরা। অন্যদিকে, হারমনপ্রিত কৌরের ভারত নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারায় কিছুটা ব্যাকফুটে রয়েছে। ফলে আজ (রোববার) রোমাঞ্চের আভাস দিচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত-পাকিস্তানের লড়াই।

বিশ্বকাপের হাইভোল্টেজ এই ম্যাচটি বিকেল ৪টায় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। স্বভাবতই এই ম্যাচটি অন্যান্য লড়াইয়ের চেয়ে রোমাঞ্চকর হতে যাচ্ছে দর্শকদের মাঝে। ইএসপিএন ক্রিকইনফো গতকালের এক প্রতিবেদনে জানিয়েছে, ইতোমধ্যে ভারত-পাকিস্তান ম্যাচের ১০ হাজার টিকিট বিক্রি হয়েছে।

নিজেদের প্রথম ম্যাচে ভারত কিউইদের বিপক্ষে ৫৮ রানের বড় হার দেখেছে। চলমান বিশ্বকাপে টিকে থাকতে হলে আজ চিরপ্রতিদ্বন্দ্বীদের হারাতে হবে তাদের। আগের ম্যাচটি হারমনপ্রিত-স্মৃতি মান্দানাদের সেমিফাইনালে ওঠার সম্ভাবনায় জল ঢেলে দিয়েছে। ভারতের গ্রুপ ‘এ’–তে বাকি দলগুলো হচ্ছে– অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। প্রথম ম্যাচ হেরে ভারতের বর্তমান রানরেট -২.৯৯। টেবিলে তাদের অবস্থান পাঁচ দলের মধ্যে সবার নিচে। সেমিতে উঠতে হলে তাদের পাকিস্তান, শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে বাকি তিন ম্যাচেই বড় ব্যবধানে জিততে হবে।

অন্যদিকে, শক্তিমত্তা ও অভিজ্ঞতায় তেমন আশা ছাড়াই আরব আমিরাতে বৈশ্বিক আসর খেলতে গিয়েছিল ফাতিমা সানার নেতৃত্বাধীন পাকিস্তান। তবে তারা চমক দেখিয়ে নিজেদের প্রথম ম্যাচে লঙ্কান মেয়েদের হারিয়েছে ৩১ রানে। ১১৬ রান করেও পাকিস্তান চামারি আতাপাত্তুর শ্রীলঙ্কাকে ৮৫ রানে আটকে দিয়েছে। ফলে বাড়তি আত্মবিশ্বাস নিয়েই ভারতীয়দের মুখোমুখি হবে সানা-নিদা দাররা। যদিও বর্তমানে পাকিস্তানের অবস্থান টেবিলের তিনে। সমান একটি ম্যাচ জিতলেও রানরেটে এগিয়ে থাকায় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যথাক্রমে শীর্ষ দুইয়ে আছে।

টি-টোয়েন্টিতে দুই দলের সরাসরি দেখায় অবশ্য অনেকটা একপেশে দাপট ভারতীয় মেয়েদের। এই ফরম্যাটের বিশ্বকাপে তারা সাতবার মুখোমুখি হয়ে ভারত জিতেছে পাঁচটিতে। পাকিস্তানের জয় দুটি, তারা শেষবার ২০১৬ আসরে জয় পেয়েছিল। সবমিলিয়ে দুই দল টি-টোয়েন্টি খেলেছে ১৫টি, সেখানে ভারত ঢের এগিয়ে। তাদের ১২ জয়ের বিপরীতে পাকিস্তান তিনটিতে জিতেছে। আজকের ম্যাচেও স্বাভাবিকভাবে এগিয়ে থাকবে হারমনপ্রিতের দল।

 

সর্বশেষ - খেলা