মঙ্গলবার , ২ জুলাই ২০১৯ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বিরল মুহূর্ত! ইংল্যান্ডের মাটিতে বাজল দুটি রবীন্দ্রসঙ্গীত!

Paris
জুলাই ২, ২০১৯ ৫:৩০ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আজ মঙ্গলবার বিশ্বকাপ ক্রিকেটে মুখোমুখি হয়েছে ভারত ও বাংলাদেশ ৷ খেলার আগে বার্মিংহ্যামের স্টেডিয়াম জুড়ে বেজে উঠল ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত ৷ একবার বেজে উঠল ‘জনগণমন’। আরেকবার বেজে উঠল বাংলাদেশের জাতীয় সঙ্গীত ‘আমার সোনার বাংলা’ ৷ এই দুটি গানই লিখেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ৷ সেই বিশ্ব কবির গানেই বিশ্বকাপে আজ এক বিরল মুহূর্ত ৷ বাঙালির কাছে এ যেন এক আলাদা অনূভূতি, খেলাপ্রেমি বাঙালির কাছে এ যেন এক পরম পাওয়া ৷

১৯১১ সালে ভারতের জাতীয় কংগ্রেসের একটি সভায় প্রথম গাওয়া হয় ‘জনগণমন’। তারপর ১৯৫০ সালে স্বাধীন ভারতের জাতীয় সঙ্গীত রূপে স্বীকৃতি লাভ করে এর প্রথম স্তবকটি।

১৯০৫ সালে রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছিলেন ‘আমার সোনার বাংলা’৷ ১৯০৫ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই গানটি রচিত হয়েছিল। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা লাভ করে। এরপর এই গানকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে ঘোষণা করা হয়।

সর্বশেষ - খেলা