রবিবার , ২১ আগস্ট ২০১৬ | ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বারবার কেন বসুন্ধরায় আগুন লাগে: আনিসুল হক

Paris
আগস্ট ২১, ২০১৬ ৩:১৬ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:
রাজধানীর পান্থপথের বসুন্ধরা সিটি শপিং মলে আগুন লাগার পর ঘটনাস্থল পরিদর্শন করেন উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। এসময় তিনি বলেন, ‘বারবার কেন বসুন্ধরায় আগুন লাগে তা খতিয়ে দেখা হবে। সিটি করপোরেশনের ইঞ্জিনিয়ারিং টিম নিয়ে এসেছি। ফায়ার সার্ভিস চাইলে সহযোগিতা নিতে পারে।’

 

তিনি আরও বলেন, ‘হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে, প্রয়োজন হলে ব্যবহার করা হবে।’

 

রবিবার বেলা ১১টা ২৩ মিনিটে মার্কেটটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের পরপর  ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে পুরো শপিং মল। মার্কেটের বাইরেও ধোঁয়া ছেয়ে গেছে। মার্কেটের ভেতরে প্রবেশের চেষ্টা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

সূত্র: বাংলা ট্রিবিউন

সর্বশেষ - জাতীয়