সোমবার , ২ সেপ্টেম্বর ২০২৪ | ১লা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাবর একগুঁয়ে, পরিবর্তন মানতে পারেন না

Paris
সেপ্টেম্বর ২, ২০২৪ ৮:০৫ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ব্যাট হাতে সময়টা মোটেও ভালো যাচ্ছে না বাবর আজমের। মাঠের পারফরম্যান্সের কারণে নিয়মিতই সমালোচিত হতে হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকেই বলতে শুরু করেছেন বাবর ফুরিয়ে যাচ্ছেন। পরিস্থিতি যখন ক্রমেই কঠিন হয়ে যাচ্ছে, তখন অধিনায়ক বাবরের দিকে আঙুল তুলেছেন সাবেক নির্বাচক মোহাম্মদ ওয়াসিম। তার মতে, বাবর প্রচণ্ড একগুঁয়ে, পরিবর্তন মানতে পারতেন না তিনি।

সম্প্রতি এক ক্রীড়া প্ল্যাটফর্মে সাক্ষাৎকার দিয়েছেন ওয়াসিম। যেখানে পাকিস্তান দল ও অধিনায়ক বাবর আজম সম্পর্কে কথা বলেছেন সাবেক এই ক্রিকেটার।

অধিনায়ক বাবরকে নিয়ে সাবেক এই নির্বাচক বলেন, ‘তাকে (বাবর) পরিবর্তনের সুবিধা বোঝানো বেদনাদায়ক ছিল। সে প্রচণ্ড একগুঁয়ে ছিলেন। বোর্ডের নির্দিষ্ট সিদ্ধান্তের বিষয়টি তাকে বোঝাতে আমি আমার সীমা অতিক্রম করেছি। কিন্তু সে পরিবর্তন মানতে প্রস্তুত ছিলেন না। ‘

পাকিস্তান স্কোয়াডে সমস্যা তুলে ধরে ওয়াসিম বলেন, ‘ইমাদের হাঁটুতে চোট আছে, কিন্তু সে তা লুকিয়ে রেখেছিল কয়েক বছর ধরে। আমরা সবসময় আজম খানের ফিটনেস লেভেল নিয়ে কথা বলি, কিন্তু ইমাদও একই সমস্যায় ভুগছেন। তাকে একই কারণে বাদ দেওয়া হয়েছিল এবং আমিও তাকে আমার মেয়াদে বাদ দিয়েছিলাম যাতে সে তার ফিটনেস নিয়ে কাজ করতে পারে।’

নির্বাচক থাকাকালীন সময় পাকিস্তানের চারজন কোচ দলের কয়েকজন ক্রিকেটারকে ক্যান্সার বলে অ্যাখায়িত করেছিলেন ও তাদের বিষয়ে সর্তক করেছিলেন বলেও জানান সাবেক ওয়াসিম। বলেন, ‘আমি নাম বলব না, তবে চার কোচ বলেছেন একদল খেলোয়াড় দলের ক্যান্সার। তারা দলে থাকলে পাকিস্তান জিততে পারবে না। আমি তাদের দল থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু টিম ম্যানেজমেন্ট তাদের ফিরিয়ে এনেছে। ‘

 

সূত্র: যুগান্তর

সর্বশেষ - খেলা