বৃহস্পতিবার , ২৮ জুলাই ২০১৬ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাঘায় সন্ত্রাস জঙ্গীবাদ ও নাশকতা প্রতিরোধ র‌্যালি

Paris
জুলাই ২৮, ২০১৬ ৫:১৮ অপরাহ্ণ

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় সন্ত্রাস, জঙ্গীবাদ ও নাশকতা প্রতিরোধে র‌্যালি শেষে সভা অনুষ্ঠিত হয়েছে। বাঘা উপজেলা প্রশাসনের আয়োজনে ও এনজিও সমন্বয় কমিটির সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

 
বৃহস্পতিবার সকাল ১১টায় র‌্যালি ও সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটি উপজেলার প্রধাণ প্রধাণ সড়ক প্রদক্ষিণ শেষে বাঘা উচ্চবিদ্যালয়ের বিজয় মঞ্চে মিলিত হয়।

 
আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলাম।

 
উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক ওয়াহেদ সাদিক কবীরের পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান-১, জাতীয় সমাজ তান্ত্রিক দল (জাসদ-ইনু) জেলা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি, উপজেলা ভূমি কর্মকর্তা শিমুল আকতার, ওসি আলী মাহমুদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আজিজুল আলম, সাধারণ সম্পদক আশরাফুল ইসলাম বাবুল, যুগ্ম-সাধারণ সম্পাদক উপধ্যক্ষ নসিম উদ্দিন, সিরাজুল ইসলাম মন্টু, এনজিও সমন্বয়ক ও ন্যাশনাল আওয়ামী পার্টির জেলা সভাপতি এ্যাডঃ মোস্তাফিজুর রহমান আলম প্রমুখ।

 
আরো উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবদুল খালেক, বাঘা পৌর আওয়ামীলীগের সভাপতি আবদুল কুদ্দস সরকার, সাধারণ সম্পাদক মামুনুর রহমান মামুন, আড়ানী পৌর আওয়ামীলীগের সভাপতি শহীদুজ্জামান শাহীদ, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জয়জয়ন্তী সরকার মালতি, মহিলা নেত্রী ফাতেমা খাতুন লতা, বিপাশা, উপজেলা জাসদ সভাপতি রামচন্দ্র দাস, ওয়ার্কার্স পাটির উপজেলা সভাপতি ফরজ আলী, উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান নিপন, সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাইনুল ইসলাম মুক্তা, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, উপজেলার যে প্রান্তেই জঙ্গি খবর পাওয়া যাবে, সেই প্রান্তে থেকেই তাদের ধরে নিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার একান্ততা ঘোষণা করেন। এছাড়া সকল নেতা-কর্মীদের জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে সচেতন থাকার আহবান জানান।
র‌্যালিতে উপজেলার দুটি পৌরসভা ও সাতটি ইউনিয়নের বিভিন রাজনৈতিক দলের নেতা-কর্মী, চেয়ারম্যান, উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা কমান্ড, মসজিদের ইমান, বিভিন্ন স্কুল, কলেজের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক, শিক্ষার্থীরাসহ প্রায় চার হাজার মানুষ অংশগ্রহণ করেন।

সর্বশেষ - রাজশাহীর খবর