শুক্রবার , ৩১ আগস্ট ২০১৮ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাঘায় শত্রুতার জেরে আম গাছের বাকল কেটে বিনষ্ট করেছে দুর্বত্তরা

Paris
আগস্ট ৩১, ২০১৮ ৪:৪৪ অপরাহ্ণ

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় ১২ বছর বয়সী ১০টি আম গাছের বাকল কেটে বিনষ্ট করেছে দুর্বত্তরা। বৃহস্পতিবার রাতে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের আটঘরি স্কুল পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বাগানের মালিক মৃত আব্দুল কুদ্দুস প্রামানিকের স্ত্রী রঙ্গেলা বেওয়া।

ক্ষতিগ্রস্থ বাগান মালিকের তিন ছেলে লালন উদ্দীন, আজাদ আলী, আনারুল ইসলাম জানান, রাতের আঁধারে কে বা কাহারা আড়াই বিঘা জমিতে রোপনকৃত ২৪টি আম গাছের মধ্যে ১০টি গাাছের বাকল কেটে কাঠ বের করে দিয়েছে। এ ধরনের বাকল কাটা গাছ শিঘ্রই মারা যায়। তবে পূর্ব শত্রুতার জের ধরে গাছের সাথে এমন অমানবিক শত্রুতা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

রঙ্গেলা বেওয়া জানান, নষ্ট হওয়া গাছগুলো থেকে গত বছর ৬ থেকে ৭ মন করে আম পেয়েছি।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল হাসান রেজা জানান, এখন পর্যন্ত এ ধরনের কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নিব।
স/শ

সর্বশেষ - রাজশাহীর খবর