বুধবার , ৮ সেপ্টেম্বর ২০২১ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাঘায় বিলের জলাবদ্ধতা নিরসন

Paris
সেপ্টেম্বর ৮, ২০২১ ৬:৫৭ অপরাহ্ণ


বাঘা (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর বাঘায় বিলের জলাবদ্ধতা নিরসন করা হয়েছে। বুধবার (৮সেপ্টেম্বর) দুপুরে আড়ানী ইউনিয়নের বেড়েরবাড়ি, হরিপুর, ঝিনা বিলের পানি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই জলাবদ্ধতা নিরসন করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আড়ানী ইউনিয়নের বেড়েরবাড়ি, হরিপুর, ঝিনা মাঠে অর্ধশতাধিক অপরিকল্পিতভাবে পুকুর খনন করা হয়। এই পুকুর খননের কারনে শত শত আবাদি জমি জলাবদ্ধতা সৃষ্টি হয়। ফলে তিন ফসলী জমি দীর্ঘদিন থেকে কোন আবাদ করতে না পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্নস্থানে লিখিত আবেদন করে। এই আবেদনের প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের পক্ষে বিলের জলবদ্ধতার নিরসনের জন্য বিভিন্নস্থানে কোদাল দিয়ে কেটে ও চোং লাগিয়ে দেয়া হয়।

জলাবদ্ধতা নিরসনের সময় উপস্থিত ছিলেন, নির্বাহী পাপিয়া সুলতানা, কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান, উপজেলা উপ-সহকারি প্রকৌশলী মামুন হোসেন, আড়ানী ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক রফিকুল ইসলাম, ইউপি সদস্য মাসুদ রানা প্রমুখ।

এ বিষয়ে কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান বলেন, আড়ানী ইউনিয়নের ঝিনা, বেড়েরবাড়ি, হরিপুর মাঠের জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। হরিপুর ফসলের মাঠে একটি পুকুরের পাড় কেটে জলাবদ্ধতা নিরসনের কাজ শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলা সকল ফসলের মাঠগুলোর জলাবদ্ধতা নিরসন করা হবে।

স/আর

সর্বশেষ - রাজশাহীর খবর

আপনার জন্য নির্বাচিত