সোমবার , ২ অক্টোবর ২০১৭ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাঘায় প্রায় দেড় লাখ টাকার জাল ও মাছ জব্দ

Paris
অক্টোবর ২, ২০১৭ ৩:৪৩ অপরাহ্ণ

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘা উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে এক লাখ ৬০ হাজার টাকা মূল্যের রাক্ষুসে ও কারেন্ট জাল এবং সাড়ে তিন কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।

রোববার ও সোমবার দুইদিন ব্যাপি উপজেলা মৎস্য কর্মকর্তা ও মীরগঞ্জ বিজিবি পদ্মা নদীতে বিশেষ অভিযান চালিয়ে ৮০০ মিটার রাক্ষুসে ও কারেন্ট জাল এবং সাড়ে তিন কেজি ইলিশ মাছ জব্দ করে। জাল ও মাছগুলোর মূল্য এক লাখ ৬০ হাজার টাকা। পরে জালগুলো উপজেলার মীরগঞ্জ বিজিবি ক্যাম্প চত্বরে জনসম্মুখে পুড়িয়ে দেয়া হয়েছে। পরে মাছগুলো উপজেলার দুস্থদের মধ্যে দেওয়া হয়েছে।

উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, ১ অক্টোবর থেকে গতকাল সোমবার পর্যন্ত দুইদিন ব্যাপি সকাল থেকে পদ্মা নদীতে অভিযান চালানোর পরও কিছু অসাধু জেলেরা সরকারি নিষেধ অমান্য করে মাছ ধরছে। ফলে এই অভিযান অব্যাহত রাখা হয়েছে। তবে এই অভিযান আগামী ২২ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে।
স/শ

সর্বশেষ - রাজশাহীর খবর