বুধবার , ১১ মার্চ ২০২০ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাঘায় ইউপি সদস্যের নির্যাতনে এক নারী হাসপাতালে

Paris
মার্চ ১১, ২০২০ ৫:৪০ অপরাহ্ণ

বাঘা প্রতিনিধি
রাজশাহীর বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়ন পরিষদের সদস্যের হাতে নির্যাতিত হয়ে রুপালি বেগম নামের এক নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার বিকেলে। এই ঘটনায় নারীর স্বামী তারেক আলী বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

জানা যায়, উপজেলার বাজুবাঘা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মুঞ্জরুল ইসলাম তার নিজ বাড়ি জোতরাঘব গ্রামে সোমবার বিকেলে বাড়ির সামনে রাস্তার পাশে বেড়া দেয় রুাপালি বেগম। এই বেড়া দেয়াকে কেন্দ্র করে উভয়ের মধ্যে তর্কবিতর্তের এক পর্যায়ে মারপিট করা হয়। এ সময় তার স্বামী তারেক আলী এগিয়ে আসলে তাকেও মারপিট করা হয়।
তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তারেক আলী বাদি হয়ে ইউনিয়ন মেম্বর মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

বাজুবাঘা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মুঞ্জরুল ইসলাম বলেন, তাকে মারপিট করা হয়নি। বেড়া দেয়াকে কেন্দ্র করে তর্কবিতর্ক হয়েছে। আমার পতিপক্ষের সহায়তায় ফাঁসানোর জন্য হাসপাতালে ভর্তি হয়েছে।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

স/অ

সর্বশেষ - রাজশাহীর খবর