নিজস্ব প্রতিবেদক:
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) রাজশাহী জেলার বাঘা থানাধীন আড়পাড়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ আসাদুল ইসলামকে (৪২) গ্রেফতার করেছে। শনিবার দিবাগত রাত একটার দিকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার নিকট থেকে ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত আসাদুল একই এলাকার মৃত আকছেদ আলীর ছেলে।
র্যাব-৫, সিপিএসসি জানায়, তাদের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বাঘার আড়পাড়া গ্রামের মাদক ব্যবসায়ী আসাদুলের বাড়িতে অভিযান চালায়। বাড়ির ভিতরে থাকা পানির ট্যাংকির নীচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। হাতেনাতে গ্রেফতার করা হয় আসাদুলকে।
আসাদুল নিজ পেশার আড়ালে দীর্ঘদিন যাবত ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য সীমান্তবর্তী অজ্ঞাত স্থান থেকে সংগ্রহ করে রাজশাহীরসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল বলেও জানায় র্যাব।
স.আর