বৃহস্পতিবার , ২২ আগস্ট ২০২৪ | ৪ঠা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাঘায় সাপ্তাহিক দেড় দিনের ছুটির দাবিতে শ্রমিক কর্মচারি পরিষদের মানববন্ধন

Paris
আগস্ট ২২, ২০২৪ ১২:২৪ পূর্বাহ্ণ

বাঘা প্রতিনিধি :
রাজশাহীর বাঘায় মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানে সপ্তাহে দেড় দিনের ছুটির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ আগষ্ট) সকাল ১১টায় উপজেলা শ্রমিক কর্মচারি পরিষদের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপজেলা শ্রমিক কর্মচারি পরিষদের নেতা লালন হোসেনের সভাপতিত্বে ও রাশেদ আহমেদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক কর্মচারি পরিষদের সদস্য রাসেল হোসেন, সাগর হোসেন, রবিউল ইসলাম, মুন্নাফ হোসেন, জুয়েল আলী, প্রান্ত হোসেন, বিমল কর্মকার, বিকাশ কুমার, অসীম কুমার জাকির হোসেন প্রমুখ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্বরকলীপি দেওয়া হয়।

মানববন্ধনে সপ্তাহে দেড় দিনের ছুটির দাবি করে তারা বলেন, প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত দৈনিক ১৩ ঘন্টা কাজ করতে হয়। এতে মানষিক ও শারিরিকভাবে ক্ষতিগ্রস্থ হতে হচ্ছে। এ ক্ষেত্রে কর্মঘন্টার বাইরে কাজের বিনিময়ে অতিরিক্ত মুজুরি দেওয়া হয়না। বাংলাদেশ শ্রম আইন-২০০৬, ৪২ নম্বর আইনের ধারাকে লঙ্ঘন করা হচ্ছে বলে তারা দাবি করে।

বাঘা জিরো পয়েন্টের ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি শাহিন আলম বলেন, কর্মচারিদের দাবির প্রেক্ষিতে সকল ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের সমন্বয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম বলেন, কর্মচারিদের দাবির বিষয়টি মালিকদের অবগত করা হবে।

সর্বশেষ - রাজশাহীর খবর