শনিবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৪ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাঘায় তিনটি স্কুলের নবনির্মিত একাডেমী ভবনের উদ্বোধন করেন শাহরিয়ার আলম এমপি

Paris
ফেব্রুয়ারি ২৪, ২০২৪ ৫:০৮ অপরাহ্ণ


বাঘা প্রতিনিধি :
রাজশাহীর বাঘায় পৃথকভাবে তিনটি স্কুলের নবনির্মিত একাডেমী ভবনের উদ্বোধন করেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য শাহরিয়ার আলম। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বেড়েরবাড়ী, নওটিকা আরিফপুর, বেলগাছি ঢাকা চন্দ্রগাথী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমী ভবনের উদ্বোধন করা হয়।

স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের বাস্তবায়নে ও বেড়েরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে ৮৫ লক্ষ ৫৯ হাজার ৮৮৮ টাকা ব্যয়ে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য শাহরিয়ার আলম।

সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জুয়েল আহমেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মীর মামুনুর রহমান, বাংলাদেশ প্রধান শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি আনজারুল ইসলাম, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন, আড়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এনামুল হক।

উপস্থিত ছিলেন আড়ানী পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল মতিন, সাধারণ সম্পাদক রিবন আহম্মেদ বাপ্পি, সাবেক সভাপতি শহীদুজ্জামান শাহীদ, উপজেলা যুবলীগের সভাপতি কামরুলজ্জামান নিপন, প্রধান শিক্ষক আলফাজ হোসেন, সেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হোসেন, সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম বিপ্লব, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনছার আলী, সাধারণ সম্পাদক আজগর আলী, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাবিব হাসান প্রমুখ।
পরে শাহরিয়ার আলম এমপি নওটিকা আরিফপুর ও বেলগাছি ঢাকা চন্দ্রগাথী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমী ভবনের উদ্বোধন করেন।

সর্বশেষ - রাজশাহীর খবর