বাঘা প্রতিনিধি :
রাজশাহীর বাঘা উপজেলা জাতীয় পার্টির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পবিার (৩০ মে) সকাল ১০টায় বাঘা পুরাতন বাসস্ট্যান্ডে দলিয় কার্যালয়ে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাঘা উপজেলা জাতীয় পাটির সভাপতি মহিদুল ইসলাম। উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক দুলাল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও বাউসা ইউনিয়ন জাতীয় পার্টির সভপতি ওহাবুল আলম, বাঘা পৌর জাতীয় পার্টির সভাপতি আবদুর রাজ্জাক, আড়ানী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আমজাদ হোসেন, মনিগ্রাম ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, আড়ানী পৌরসভার ইয়ারুল ইসলাম প্রমুখ।
বৃহস্পবিার (৩০ মে) বাঘা উপজেলা জাতীয় পাটির সভাপতি মহিদুল ইসলামের স্বাক্ষরিত উপজেলা জাতীয় পার্টির দলীয় প্যাডে লিখিত এক প্রেস বিজ্ঞপ্তি বলা হয়েছে ২০২৩ সালের ১০ অক্টোবর বাঘা উপজেলা জাতীয় পার্টির গঠন করা কমিটির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলামকে অব্যাহত দিয়ে দুলাল হোসেনকে সাধারন সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।