নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ইউনিয়ন বিএনপির কার্যালয়ে রাতের আঁধারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ আগুনে অফিসের সামনের বারান্দা পুড়ে গেছে। শনিবার রাতে উপজেলার আড়ানী ইউনিয়নের ৩ ওয়ার্ডের ঝিনা রেলগেটবাজারে বিএনপির এ কার্যালয়ে আগুনের ঘটনা ঘটে।
এ বিষয়ে ঝিনা রেলগেটবাজার পাহারাদার (নাইটগার্ড) রফিকুল ইসলাম বলেন, প্রতিদিনের মতো রাতের খাবার খাওয়ার পর পাহারার কাজে বাজারে আসি। বাজারে দক্ষিণ পাশে বিএনপির অফিসটি। রাত ২টার দিকে কে বা কারা আগুন লাগিয়ে দ্রুত চলে যায়। তবে চারদিকে টর্চলাইট দিয়ে কাউকে দেখতে পাইনি। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে করেন।
আড়ানী ইউনিয়নের ৩ নম্বর ঝিনা ওয়ার্ড বিএনপির সভাপতি আক্কাস আলী বলেন, ছাত্র-জনতার আন্দোলনের পর নিজ এলাকায় আওয়ামী লীগ-বিএনপিসহ সব দলের লোকজন নিয়ে মিলেমিশে থাকার চেষ্টা করেছি। কিন্তু অতি-উৎসাহী কিছু আওয়ামী লীগ নানাভাবে প্রভাব খাটানোর চেষ্টা করছে। অতি-উৎসাহী আওয়ামী লীগাররা এলাকায় অশান্তি সৃষ্টি করছে। রাতের আঁধারে এমন কাণ্ড তারাই ঘটিয়েছে বলেও আশঙ্কা করছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
১৭ বছর আগে ঝিনা বাজারে সেমিপাকা বিএনপি কার্যালয় নির্মাণ করা হয়। দীর্ঘদিন কোনো লোকজন ও নেতাকর্মী অফিসে বসেনি। ছাত্র-জনতার আন্দোলনের পর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এই কার্যালয় ব্যবহার করে নিয়মিত বসছেন।
ঝিনা বাজারের চা স্টল উজ্জ্বল হোসেন বলেন, দোকানে ছিলাম। ঘর পোড়ার পটপট শব্দ শুনে দোকান থেকে বের হয়ে দেখি আগুনে পুড়ছে। পরে পাহারাদারকে ডেকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
বাঘা থানার ওসি আবু সিদ্দিক বলেন, ঘটনাস্থল পুলিশ তদন্ত করে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হচ্ছে। স.আর