বাগমারা প্রতিনিধি :
রাজশাহী বাগমারায় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে শ্রেণীকক্ষে শিখন কৌশল প্রয়োগের চাহিদা ভিত্তিক সাব-ক্লাষ্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার দিনব্যাপী উপজেলার বইকুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৬ টি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ জন শিক্ষক-শিক্ষিকাদের মাঝে শ্রেণীভিত্তিক শিক্ষার মান বৃদ্ধিতে দিনব্যাপী এই প্রশিক্ষণ প্রদান করা হয়। সাব-ক্লাষ্টার প্রশিক্ষণ প্রদান করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার খলিলুর রহমান।
প্রশিক্ষনার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, বইকুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর রহমান, মুগাইপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওহাব, দধিরখয়রা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন আক্তার, সৈয়দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তারুন নেছা, খোদাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী, নারায়নপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান অন্যান্যের মধ্যে মাহাফুজা পারভীন সীমা, মরিয়ন বেগম, সরদার শামসুদ্দীন আহম্মেদ প্রমুখ।
স/শ