শনিবার , ৬ জুলাই ২০১৯ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাগমারায় ২২৬ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

Paris
জুলাই ৬, ২০১৯ ৫:৩৯ অপরাহ্ণ

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় সালেহা ইমারত ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। আজ শনিবার উপজেলার সাঁকোয়া-শিকদারী কোল্ড ষ্টোরে মিলনায়তনে সালেহা ইমারত ফাউন্ডেশন কতৃর্ক আয়োজিত এসএসসি, দাখিল, ও এসএসসি (ভোকঃ) জিপিএ-৫ প্রাপ্ত ২২৬ জন শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোকবুল হোসেন।

রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য ও সালেহা ইমারত ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জি. এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের ডিপুটি কন্ট্রোলার আব্দুর রহিম, উপজেলা নির্বাহী অফিসার জাকিউল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন মচমইল উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী হাসিবুল হক শান্ত ও সৈয়দা ময়েজ উদ্দিন বালিকা বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী শিমলা আকতার তৃষ্ণা। এছাড়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মমতাজ আক্তার বেবী, উপজেলা আ’লীগের সহ সভাপতি আফতাব উদ্দীন আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন মাস্টার, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, শিক্ষা ও মানব সম্পাদক বিষয়ক সম্পাদক মোল্লাহ এম আলতাফ হোসেন, সহ-প্রচার সম্পাদক ফরহাদ হোসেন মজনু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নাসির উদ্দীন ।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, উপজেলার বিভিন্ন কর্মকর্তা এবং এলাকার সুধীজনরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সেরা জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান মচমইল উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় হিসেবে হাটগাঙ্গোপাড়া উচ্চ বিদ্যালয় ও ভবানীগঞ্জ ফাজিল মাদ্রাসা প্রধানের হাতে সন্মাননা ক্রেষ্ট ও চেক প্রদান করা হয়।

 

স/শা

সর্বশেষ - রাজশাহীর খবর