নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী জেলার বাগমারা থানাধীন হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের সদস্যরা ৬০০ গ্রাম গাঁজাসহ দুজনকে গ্রেফতার করেছে। শনিবার ভোর রাতে মচমইল পূর্বপাড়া গ্রাম হতে ভোর ৫ টার দিকে দুইজন মাদককারবারিকে ৬০০ গ্রাম গাঁজা ও দুইটি মোটরসাইকেলসহ গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো, মান্নান খামারু (৩২) ও আবু তালেব প্রামানিক (৩৬)। মো: মান্নান খামারু রাজশাহী বাগমারা থানার মচমইল পূর্বপাড়া গ্রামের মো: মকবুল খামারু-এর পুত্র এবং মো: আবু তালেব প্রামানিক একই উপজেলার একই থানার ধামিনকৌড় গ্রামের মৃত তফিজউদ্দিনের পুত্র।
ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার বাগমারা থানাধীন হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্তকেন্দ্র পুলিশের এসআই (নিরস্ত্র) জয়দেব কুমার সরকার ও ফোর্সসহ মচমইল চেয়ারম্যান মোড় এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ঐ দিন রাজশাহী জেলার বাগমারা থানাধীন মচমইল পূর্বপাড়া গ্রামস্থ অভিযুক্ত মো: মান্নান খামারু-এর বসতবাড়ির গেইটের সামনে ফাঁকা জায়গায় দুইজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। এমন সংবাদের ভিত্তিতে আইসি, হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্তকেন্দ্র-এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) জয়দেব কুমার সরকার ও ফোর্স-সহ গত ১৫ নভেম্বর ২০২৪ খ্রি. ভোর ০৪:৫৫ টায় অভিযান পরিচালনা করে। এতে বাগমারা থানাধীন হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্তকেন্দ্র পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মান্নান খামারুর দেহ তল্লাশিকালে তার বাম হাতে থাকা একটি হলুদ রঙের প্লাস্টিকের বাজার করা ব্যাগের মধ্যে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ৫০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা এবং অভিযুক্ত মো: আবু তালেব প্রামানিক-এর দেহ তল্লাশিকালে তার ডান হাতে থাকা কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ১০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা-সহ তাদেরকে গ্রেফতার করে।
গাঁজা উদ্ধারের এ ঘটনায় রাজশাহী জেলার বাগমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।