বুধবার , ২৮ সেপ্টেম্বর ২০১৬ | ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাংলাদেশের সিদ্ধান্ত একান্ত নিজস্ব

Paris
সেপ্টেম্বর ২৮, ২০১৬ ৯:৪২ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বারবার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের কারণে ১৯তম সার্ক শীর্ষ সম্মেলনে বাংলাদেশ যোগ দিচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। তবে এ সিদ্ধান্ত বাংলাদেশের নিজস্ব।

 

আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এসব কথা জানান।

 

ইসলামাবাদে এবারের সার্ক সম্মেলনে  বাংলাদেশ, ভারত, আফগানিস্তান ও ভুটান যোগ না দেওয়ার কথা জানিয়েছে। এর ফলে আট সদস্যের এই জোটের শীর্ষ সম্মেলন স্থগিত হয়ে গেছে।

 

শাহরিয়ার আলম বলেন, ‘পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হবে কি না, সেটা সময়ই বলে দেবে। আমরা গতকাল সার্কের সভাপতি দেশ নেপাল ও সার্ক সচিবালয়কে চিঠি দিয়ে জানিয়েছি যে নভেম্বরে অনুষ্ঠেয় সার্ক শীর্ষ সম্মেলনে বাংলাদেশ যোগ দিচ্ছে না। কারণ হিসেবে আমরা বলেছি, আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে যে সম্পর্ক থাকা উচিত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে একটি রাষ্ট্রের অব্যাহতভাবে হস্তক্ষেপের চেষ্টা এই সম্মেলন আয়োজনের জন্য উপযোগী নয়। এর পাশাপাশি আমরা এটিও বলেছি । সার্কের প্রতিষ্ঠাতা রাষ্ট্র হিসেবে বাংলাদেশ রিজিওনাল কোঅপারেটিভ কানেক্টিভিটি এই সার্বিক সহযোগিতার বিষয়গুলো বিশ্বাস করে এবং সময় সুযোগ আসবে তখন বাংলাদেশ সেখানে অংশগ্রহণ করবে।’

 

বাংলাদেশের এই সিদ্ধান্তের সঙ্গে অন্য কোনো রাষ্ট্রের সিদ্ধান্তের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সার্ক শীর্ষ সম্মেলন পাকিস্তানে হচ্ছে বলেই কি বাংলাদেশ যাচ্ছে না?—এমন প্রশ্নের জবাবে শাহরিয়ার আলম বলেন, ‘সার্কে অংশ না নেওয়ার বিষয়ে মতামত ব্যক্ত করাটা নতুন কিছু নয়। পরিবেশ হলে বাংলাদেশ সার্ক শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করবে, স্থান গুরুত্বপূর্ণ নয়।’

 

এ সময় সামনের দিনগুলোতে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হবে কি না—তা নিয়ে কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিষয়গুলো যখন আসে। আমরা তখন এটা পর্যালোচনা করি এবং সেটার মাত্রা বুঝে আমরা ব্যবস্থা গ্রহণ করি। সে রকম ব্যবস্থা অতীতেও গ্রহণ করা হয়েছে। আমরা এখনো পর্যবেক্ষণে আছি। কিন্তু কূটনীতিক সম্পর্ক ছিন্নের বিষয় তো একটা বড় বিষয় এবং সেটা সময় বলবে। সামনের ঘটনাপ্রবাহ সেটাকে প্রভাবিত করবে।’

 

ভারতের উরিতে সাম্প্রতিক হামলার ঘটনায় পাকিস্তানকে একঘরে করার যে বিষয়টি আলোচনায় এসেছে, সার্ক সম্মেলনে বাংলাদেশের যোগ না দেওয়ার সিদ্ধান্তের সঙ্গে এর কোনো যোগসূত্র আছে কি না—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সিদ্ধান্ত একান্ত নিজস্ব।’

সূত্র: এনটিভি

সর্বশেষ - জাতীয়