রবিবার , ৬ অক্টোবর ২০২৪ | ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাংলাদেশ সফরে অধিনায়ককেও হারাতে পারে প্রোটিয়ারা

Paris
অক্টোবর ৬, ২০২৪ ৮:৩৯ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বাংলাদেশ সফরে আসার আগে হয়তো আবারো দুঃসংবাদ শুনতে হতে পারে দক্ষিণ আফ্রিকাকে। দুই দিন আগে মেরুদণ্ডের চোটের কারণে দুই টেস্টের সিরিজ থেকে ছিটকে গেছেন নান্দ্রে বার্গার। এবার চোটের কারণে অধিনায়ককেই হারাতে পারে প্রোটিয়ারা।

এমন সম্ভাবনাই তৈরি হয়েছে।

গত শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে চোট পান টেম্বা বাভুমা। ব্যাটিংয়ের সময় কনুইয়ে চোট পান তিনি। তাই বাধ্য হয়েই পরে রিয়ার্টাড হার্ট হয়ে মাঠ ছাড়তে হয় ম্যাচটিতে দারুণ ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকার ব্যাটারকে। ওপেনিংয়ে নাম বাভুমা যখন মাঠ ছাড়েন তখন ৪ চার ও ১ ছয়ে ৩৯ বলে ৩৫ রানে অপরাজিত ছিলেন তিনি।

পরে ৭৪ রানের জয়ের ম্যাচে ফিল্ডিংও করতে দেখা যায়নি তাকে।
২০২২ সালে ভারত সফরেও কনুইয়ে ব্যাথা পেয়েছিলেন বাভুমা। একই জায়গা আবারো আঘাত পাওয়ায় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের জন্য তাকে দেশে পাঠিয়েছে দক্ষিণ আফ্রিকা। স্বাভাবিকভাবেই তাই তৃতীয় ওয়ানডেতে তার অধিনায়কত্ব করা হচ্ছে না।

তার বদলে আয়ারল্যান্ডের বিপক্ষে নেতৃত্ব দেবেন রাসি ফন ডার ডুসেন।

বার্গারও আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে চোট পান। সেই চোট তাকে পরে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে দিয়েছে। এবার বাঁহাতি পেসারের মতোই বাভুমা ছিটকে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এখন পর্যন্ত অবশ্য নিশ্চিত কিছু জানায়নি প্রোটিয়ারা।

আগামী ১৬ অক্টোবর বাংলাদেশ সফর করার কথা দক্ষিণ আফ্রিকার। সেই হিসাবে দলের অধিনায়ককে টেস্ট সিরিজে পেতে হাতে এক সপ্তাহের বেশি সময় পাচ্ছে তারা। আগামী ২১ অক্টোবর প্রথম টেস্ট শুরু হবে মিরপুরে। আর দ্বিতীয় টেস্ট ২৯ অক্টোবর, চট্টগ্রামে। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়া এই সিরিজে বাভুমাকে অধিনায়ক করেই কিছুদিন আগে দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা।

 

সূত্র: কালের কণ্ঠ

সর্বশেষ - খেলা