বুধবার , ২৩ অক্টোবর ২০২৪ | ৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাংলাদেশ কোচ বললেন, ‘সিনিয়র্স ও জুনিয়র্স, এগুলো আমার কাছে কিছু নয়’

Paris
অক্টোবর ২৩, ২০২৪ ১০:২৫ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ভারতকে ৩-১ গোলে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। এমন উদ্ভাসিত জয়ের পর দলের ইংলিশ কোচ পিটার বাটলার দারুণ খুশি। প্রশংসায় ভাসাচ্ছেন তহুরা-মাসুরাদের।

ম্যাচশেষে বাটলার সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আজ সকালে নাস্তার সময় ওখানে গিয়ে মেয়েদের বলেছিলাম, গুড মর্নিং সিনিয়র্স, গুড মর্নিং জুনিয়র্স। গুড মর্নিং ফিল্ম স্টার্স। সিনিয়র্স ও জুনিয়র্স, এগুলো আমার কাছে কিছু নয়। কেননা, আমি জানি তাদের কাছ থেকে আমি কী বের করে আনতে পারি। আমি দলে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আবহ আনার চেষ্টা করেছি। এ কারণেই মেয়েরা আজ এক্সট্রিমলি (ভীষণ) ভালো খেলেছে।’

এরপরই দলের একতা নিয়ে কথা বলতে গিয়ে কোচ জানালেন, ‘অবশ্যই একটা দলের মধ্যে ঐক্যের প্রয়োজন হয়, গত দুই বছর ধরে দলের মধ্যে সেটা অনুপস্থিত ছিল। গত ছয় মাস ধরে এবং চাইনিজ তাইপে ও ভুটানের বিপক্ষে ম্যাচের পর আমরা সেটা আনার চেষ্টা করেছি। মাসুরাসহ অন্যরা দারুণ খেলেছে।’

সেমিফাইনালে উঠেও বাস্তববাদী বাটলার, ‘আমি বাস্তববাদী। আমি উচ্ছ্বাসে ভেসেও যাই না, আবার ভেঙেও পড়ি না। আমি মেয়েদের নিয়ে আসলেই ভীষণ, ভীষণ গর্বিত। তবে আমরা সবেমাত্র সেমিফাইনালে উঠলাম। আমি জানি, আরেকটি ম্যাচ আসবে, সে কাজটিও কঠিন হবে।’

 

সূত্র: বাংলা ট্রিবিউন

সর্বশেষ - খেলা