বুধবার , ১৩ সেপ্টেম্বর ২০১৭ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর শংকর গোবিনমষা প্রয়ান দিবস

Paris
সেপ্টেম্বর ১৩, ২০১৭ ২:৫৯ অপরাহ্ণ

নাটোর প্রতিনিধি:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর এবং আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ব্রিটিশবিরোধী আন্দোলনের সক্রিয় কর্মী প্রয়াত শংকর গোবিন্দ চৌধুরীর ২২তম প্রয়ান দিবস পালিত হয়েছে। বুধবার সকাল ৮টায় নিজ বাস ভবনে শংকর গোবিন্দ চৌধুরির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্যে দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়।

পরে ছাতনী মহাশ্মশানে তার সমাধিতে পুষ্পমাল্য অর্পন করেন শংকর গোবিন্দ চৌধুরির মেয়ে এবং নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরি জলি। এছাড়া জেলা আওয়ামীলীগের সভাপতি সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস সহ নেতৃবৃন্দ জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন করেন।

এসময় আলোচনা সভা, নিরবতা পালন এবং বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। এছাড়া পৌর পূজা উদযাপন পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সহ নানা সংগঠনের নেতা কর্মীরা প্রয়াত এই নেতাকে শ্রদ্ধা জানান।

অপরদিকে, জেলা পুজা উদযাপন পরিষদের আয়োজনে দুপুরে রাজবাড়িস্থ আনন্দময়ী কালীবাড়ি মন্দিরে স্বরণ সভা এবং বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি চিত্তরঞ্জন সাহার সভাপতিত্বে স্বরণ সভায় বক্তব্য দেন, নাটোর জেলা পরিষরে চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নগেন্দ্র চন্দ রায়, জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুশান্ত কুমার ঘোষ সহ অন্যাণ্যেরা।

নাটোরের অবিসংবাদিত নেতা শংকর গোবিন্দ চৌধুরী ১৯২৬ সালের ৪ মার্চ নাটোরের এক সভ্রান্ত জমিদার পরিবারে জন্ম গ্রহণ করেন। তার পিতা জ্ঞানদা গোবিন্দ চৌধুরী ছিলেন নাটোর ভাবনীর জমিদার। ব্রিটিশবিরোধী আন্দোলনের মাধ্যমে শংকর গোবিন্দ চৌধুরীর রাজনৈতিক জীবন শুরু। এরপর ১৯৫৪ সালে আওয়ামী লীগে যোগ দেন।

ছেষট্টির ছয়দফা ও একাত্তরের মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ গ্রহণের মাধ্যমে নিজেকে দেশপ্রেমে আরও শাণিত করেন। নাটোর সদর আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হওয়া ছাড়াও বঙ্গবন্ধু তাকে ১৯৭৫ সালে নাটরের গর্ভনর নিয়োগ করেন। এছাড়া তিনি দীর্ঘদিন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

 

স/আ

সর্বশেষ - রাজশাহীর খবর

আপনার জন্য নির্বাচিত

চরম অর্থনৈতিক মন্দা এড়াতে ব্রাসেলসে ইইউ নেতারা

বাঘায় স্কুল ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ৫ জনকে কুপিয়ে জখম

বাদশা নির্বাচিত না হলে উন্নয়ন বাধাগ্রস্ত হবে : মেয়র লিটন

আপনার জন্য মৃত্যুকে বরণ করে নেবো: প্যারেডে সেনাদলের হুঙ্কার

অপু বিশ্বাসের মা শেফালি বিশ্বাস মারা গেছেন

প্রতিরক্ষা খাতে অতিরিক্ত ৫৪০০ কোটি ডলার বরাদ্দের সিদ্ধান্ত ট্রাম্পের

সতর্কবার্তা ইউক্রেনের প্রধানমন্ত্রীর ‘ইউক্রেন হারলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে’

৩৯২ দিন, ১০৫৮ মিনিট পর সুয়ারেজ!

ইন্টারনেট সেবা নিরবচ্ছিন্ন রাখতে ব্যাকআপ দিচ্ছে সামিট কমিউনিকেশনস

বাংলাদেশের গণমাধ্যমে ‘সেলফ সেন্সরশিপের’ অভিযোগ