যুক্তরাষ্ট্রের নারী ফুটবলের মহাতারকা কার্লি লয়েড বর্ণাঢ্য খেলোয়াড়ী জীবনের ইতি টানছেন। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে শেষবারের মত যুক্তরাষ্ট্রের জার্সিতে মাঠে নামবেন তিনি।
টুইটারে সোমবার দুইবারের বিশ্বকাপজয়ী তারকা লয়েডের ফুটবল ছাড়ার বিষয়টি নিশ্চিত করে ইউএস সকার। দুইবার ফিফা বর্ষসেরা নারী ফুটবলারের পুরস্কার জেতা লয়েড দেশের হয়ে দুটি সোনাসহ জিতেছেন তিনটি অলিম্পিক পদকও।
নারী ফুটবলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ডও লয়েডের দখলে। ২০০৫ সালে যুক্তরাষ্ট্রের হয়ে অভিষেকের পর ৩১২ ম্যাচে লয়েড করেছেন ১২৮ গোল। ২০১৫ সালের নারী বিশ্বকাপের ফাইনালে জাপানের বিপক্ষে প্রথম ১৭ মিনিটেই হ্যাটট্রিক করেছিলেন তিনি। নারী বিশ্বকাপের ফাইনালে একমাত্র হ্যাটট্রিকের রেকর্ড তারই।
আগামী সেপ্টেম্বরে দুটি ও অক্টোবরে দুটি, মোট চারটি প্রীতি ম্যাচের সূচি শীঘ্রই ঘোষণা করবে যুক্তরাষ্ট্র। সেই ম্যাচগুলোই হবে লয়েডের জাতীয় দলের হয়ে বিদায়ী ম্যাচ।
সূত্রঃ কালের কণ্ঠ