শনিবার , ১ জুন ২০২৪ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

পোরশায় মোটরসাইকেল দূর্ঘ্যটনায় অবসরপ্রাপ্ত  উপসহকারি প্রাণি সম্পদ কর্মকর্তার মৃত্যু

Paris
জুন ১, ২০২৪ ৫:২২ অপরাহ্ণ

পোরশা প্রতিনিধি:
নওগাঁর পোরশায় মোটরসাইকেল দূর্ঘ্যটনায় অবসরপ্রাপ্ত উপসহকারি প্রাণী সম্পদ কর্মকর্তা আমিরুল ইসলাম (৬৩) মারা গেছেন। এসময় মোটরসাইকেল চালক সাপাহার উপজেলার আলাদিপুর হরিপুর গ্রামের রশিদের ছেলে দাউদ আলী (২৫) আহত হয়েছেন।
জানাগেছে, আমিরুল ইসলাম প্রতিদিন দাউদ আলীকে নিয়ে মোটরসাইকেল যোগে উপজেলার বিভিন্ন গ্রামে পশু চিকিৎসার কাজ করতেন। শনিবার সকাল ৯টার দিকে তিনি পশু চিকিৎসার কাজ করে মোটরসাইকেল যোগে নিতপুর বাসায় ফিরছিলেন।
এসময় দাউদ মোটরসাইকেল পরিচালনা করছিলেন। মোটরসাইকেল সুতরইল-নিতপুর সড়কের পোরশা সরকারি কলেজ এলাকায় পেঁছলে রাস্তার উপর শিয়ালের সাথে সংঘর্ষ হলে মোটরসাইকেল দুর্ঘ্যটনায় পতিত হয়। এতে আমিরুল মারাত্বক আহত হন।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে পোরশা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করা হলে তার অবস্থার অবনতির কারনে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে প্রেরণ করা হয়। সেখানেই তিনি মারা যান। অপরদিকে আহত দাউদকে সাপাহার স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। বিষয়টি পোরশা উপজেলা প্রাণি সম্পদ সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন।

সর্বশেষ - দুর্ঘটনা