শুক্রবার , ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

পুনর্গঠনের পর রামেবির সমন্বয়ক পরিষদ ঘোষণা

Paris
সেপ্টেম্বর ২০, ২০২৪ ৪:৪৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:
পুনর্গঠনের পর রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) নার্সিং অনুষদ শিক্ষার্থীদের সমন্বয়ক পরিষদ ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে এ পরিষদের তালিকা প্রকাশ করা হয়। এতে রামেবি অধিভুক্ত সরকারি-বেসরকারি নার্সিং কলেজের বেসিক বিএসসি কোর্সের ১৭ শিক্ষার্থী সমন্বয়ক হিসেবে রয়েছেন। এছাড়া সহঃ সমন্বয়ক করা হয়েছে ৩৭ জনকে। সম্প্রতি পরিষদের উপদেষ্টাদের অনুমোদনক্রমে এ পুনর্গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়।

এ কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন তিনজন। তারা হলেন- রাজশাহী মেডিকেল কলেজের হেমাটোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. এম মুর্শেদ জামান মিঞা, রাজশাহী নার্সিং কলেজের নার্সিং ইন্সট্রাক্টর মো. মনিরুল হাসান হেলাল ও একই কলেজের নার্সিং ইন্সট্রাক্টর মো. শহীদুজ্জামান শাহীন।

কমিটির ১৭ সমন্বয়ক হলেন- রাজশাহী নার্সিং কলেজের শাহরিয়ার হাসান ফাহিম, রংপুর নার্সিং কলেজের রায়হান আলী, দিনাজপুর নার্সিং কলেজের মেহেদী হাসান, লালমনিরহাট নার্সিং কলেজের আফরোজা ইয়াসমিন, রংপুর নার্সিং কলেজের সাব্বির খান পিয়াল, রাজশাহী ইসলামী ব্যাংক নার্সিং কলেজের আমানুল্লাহ আমান, রাজশাহী নার্সিং কলেজের রিফাত আল মাহমুদ, রংপুর নার্সিং কলেজের তাজমিনা খাতুন, রাজশাহী ইসলামী ব্যাংক নার্সিং কলেজের নাহিদ হোসেন, রাজশাহী নার্সিং কলেজের জহিরুল ইসলাম, রংপুর নার্সিং কলেজের জিনাত নাহার, রাজশাহী নার্সিং কলেজের নাজনীন আক্তার ও সজিব হাসান, রাজশাহী উদয়ন নার্সিং কলেজের শাকিল আহমেদ, রাজশাহী নার্সিং কলেজের মেহেদী হাসান ও আল আমিন মন্ডল এবং উদয়ন নার্সিং কলেজের আনোয়ার পারভেজ বাপ্পী। এদের মধ্যে জহিরুল ছাড়া সবাই ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী।

এ বিষয়ে অন্যতম সমন্বয়ক আমানুল্লাহ আমান বলেন, রামেবির প্রতিষ্ঠালগ্ন থেকেই নার্সিং অনুষদ অবহেলিত ও বৈষ্যমের শিকার। ফলে সেশনজটসহ বেশকিছু জটিলতা তৈরি হয়। এসবের প্রতিবাদে ও যৌক্তিক দাবি আদায়ে সমন্বয়ক পরিষদ আগেই তৈরি হয়েছিল। সেটি পুনর্গঠন করা হয়েছে। নার্সিংয়ের উন্নয়নে এ পরিষদ সোচ্চার থাকবে। এ ব্যাপারে উপদেষ্টা ডা. এম মুর্শেদ জামান মিঞা বলেন, রামেবির নার্সিং শিক্ষার্থীরা বেশ সক্রিয়। দ্বিতীয় স্বাধীনতা এসেছে, সকল বৈষম্য দূরীভূত হবে।

 
পরিষদের সহঃ সমন্বয়করা হলেন-
ইসরাত জাহান সহ-সমন্বয়ক উদয়ন নার্সিং কলেজ, রাজশাহী ২০১৯-২০
কৌশিক আহম্মেদ সহ-সমন্বয়ক ডায়াবেটিস এসোসিয়েশন নার্সিং কলেজ, রাজশাহী ২০১৯-২০
মোঃ মিনহাজ সহ-সমন্বয়ক হেলথ কেয়ার নার্সিং কলেজ, রাজশাহী ২০২১-২২
মোঃ সাহাব উদ্দীন সহ-সমন্বয়ক আইডিয়াল নার্সিং কলেজ, বগুড়া ২০১৯-২০
মোছাঃ আলেয়া খাতুন সহ-সমন্বয়ক আইডিয়াল নার্সিং কলেজ, বগুড়া ২০১৯-২০
মোঃ গোলাম রাব্বানী সহ-সমন্বয়ক টি এম এস এস নার্সিং কলেজ, বগুড়া ২০১৯-২০
মোঃ মারুফ হাসান কিরণ সহ-সমন্বয়ক সাখাওয়াত হোসেন মেমোরিয়াল নার্সিং কলেজ, সিরাজগঞ্জ ২০১৯-২০
সুরাইয়া ইয়াসমিন নিতু সহ-সমন্বয়ক জাহানারা নার্সিং কলেজ, সিরাজগঞ্জ ২০১৯-২০
নূরতাজ জাহান সহ-সমন্বয়ক খাজা ইউনুস আলী নার্সিং কলেজ, সিরাজগঞ্জ ২০১৯-২০
মোঃ শাওন আহম্মেদ সহ-সমন্বয়ক আনোয়ারা নার্সিং কলেজ, দিনাজপুর ২০১৯-২০
শাহরিয়ার আলম সহ-সমন্বয়ক রাজশাহী নার্সিং কলেজ, রাজশাহী ২০১৯-২০
ইভা খাতুন সহ-সমন্বয়ক রাজশাহী নার্সিং কলেজ, রাজশাহী ২০১৯-২০
রেজেনা আক্তার সহ-সমন্বয়ক রংপুর নার্সিং কলেজ, রংপুর ২০১৯-২০
ফজিলা খাতুন সহ-সমন্বয়ক রংপুর নার্সিং কলেজ, রংপুর ২০১৯-২০
দিলশাদ হোসনে সহ-সমন্বয়ক রংপুর নার্সিং কলেজ, রংপুর ২০১৯-২০
শাম্মি আক্তার সহ-সমন্বয়ক দিনাজপুর নার্সিং কলেজ, দিনাজপুর ২০১৯-২০
জিন্নাতুন নেচ্ছা সহ-সমন্বয়ক দিনাজপুর নার্সিং কলেজ, দিনাজপুর ২০১৯-২০
সামিউল আলম সহ-সমন্বয়ক দিনাজপুর নার্সিং কলেজ, দিনাজপুর ২০১৯-২০
স্মরনিকা ভক্ত সহ-সমন্বয়ক লালমনিরহাট নার্সিং কলেজ, লালমনিরহাট ২০১৯-২০
রবিউল ইসলাম রনি সহ-সমন্বয়ক লালমনিরহাট নার্সিং কলেজ, লালমনিরহাট ২০১৯-২০
মোঃ ওয়ালি উল্লাহ সহ-সমন্বয়ক লালমনিরহাট নার্সিং কলেজ, লালমনিরহাট ২০১৯-২০
ফাতেমা খাতুন সহ-সমন্বয়ক রাজশাহী নার্সিং কলেজ, রাজশাহী ২০১৯-২০
আফরিন বিনতে হোসাইন আখি সহ-সমন্বয়ক রাজশাহী নার্সিং কলেজ, রাজশাহী ২০১৯-২০
তানজিনা রহমান বিথী সহ-সমন্বয়ক রাজশাহী নার্সিং কলেজ, রাজশাহী ২০১৯-২০
তাসলিমা খাতুন সহ-সমন্বয়ক উদয়ন নার্সিং কলেজ, রাজশাহী ২০১৯-২০
সুমাইয়া আক্তার শিমু সহ-সমন্বয়ক উদয়ন নার্সিং কলেজ, রাজশাহী ২০১৯-২০
আনিকা আফরোজা স্মৃতি সহ-সমন্বয়ক টি এম এস এস নার্সিং কলেজ, বগুড়া ২০১৯-২০
সাদিয়া প্রামাণিক সহ-সমন্বয়ক টি এম এস এস নার্সিং কলেজ, বগুড়া ২০১৯-২০
তানিয়া আক্তার সহ-সমন্বয়ক আইডিয়াল নার্সিং কলেজ, বগুড়া ২০১৯-২০
আরজিনা খাতুন সহ-সমন্বয়ক আইডিয়াল নার্সিং কলেজ, বগুড়া ২০১৯-২০
শাহজালাল ইসলাম সহ-সমন্বয়ক প্রাইম নার্সিং কলজে, রংপুর ২০১৯-২০
সাহেব আলী সহ-সমন্বয়ক মমতা নার্সিং কলজে, খুলনা ২০১৯-২০
আব্দুল্লাহ আল সাদাত সহ-সমন্বয়ক দিনাজপুর নার্সিং কলেজ, দিনাজপুর ২০১৯-২০
মঞ্জুর এ মোর্শেদ প্রতিক সহ-সমন্বয়ক দিনাজপুর নার্সিং কলেজ, দিনাজপুর ২০১৯-২০
মোঃ আশিক ইসলাম সহ-সমন্বয়ক রাজশাহী নার্সিং কলেজ, রাজশাহী ২০২১-২২
মোঃ ওয়ালিদ হাসান সহ-সমন্বয়ক রাজশাহী নার্সিং কলেজ, রাজশাহী ২০২১-২২
আব্দুল্লাহ আল অলিদ সহ-সমন্বয়ক রংপুর নার্সিং কলেজ, রংপুর ২০২০-২১
 

সর্বশেষ - রাজশাহীর খবর