শনিবার , ১৬ নভেম্বর ২০২৪ | ১লা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

পুতিনকে ফোন করে যে আহ্বান জানালেন জার্মান চ্যান্সেলর

Paris
নভেম্বর ১৬, ২০২৪ ১১:৫২ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি ফোনালাপ করেছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস। পুতিনকে ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার জার্মান সরকারের একজন মুখপাত্র উভয় নেতার ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, স্থায়ী শান্তি ও ন্যায্যতা প্রতিষ্ঠায় ইউক্রেনের দখলকৃত অঞ্চল থেকে রাশিয়ার সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন জার্মানির চ্যান্সেলর। জার্মান সরকারের মুখপাত্র স্টিফেন হেবেস্ট্রেইট বলেছেন, ওলাফ শলৎস শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি ফোনালাপে দাবি করেন যে, তিনি যেন ইউক্রেন থেকে রাশিয়ার সৈন্যদের প্রত্যাহার করে নেন এবং রাশিয়া যেন একটি ন্যায্য ও স্থায়ী শান্তির জন্য তার ইচ্ছার প্রকাশ ঘটায়।
জার্মান সরকারের মুখপাত্র বিবৃতিতে বলেন, শলৎস ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার এই আগ্রাসী যুদ্ধের নিন্দা জানিয়েছেন এবং পুতিনকে এই যুদ্ধ বন্ধ করার ও তাদের সৈন্য প্রত্যাহার করার দাবি জানান।

বিবৃতিতে আরও বলা হয়, রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে যতদিন প্রয়োজন ইউক্রেনের লড়াইকে সমর্থন করার অবিচল প্রত্যয়ের কথা চ্যান্সেলর আবারও নিশ্চিত করেছেন।

ওই সংক্ষিপ্ত বিবৃতিতে পুতিনের উত্তর অন্তর্ভুক্ত করা হয়নি। মুখপাত্র বলেন, রাশিয়ার নেতাকে ফোন করার আগে শলৎস ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সঙ্গে কথা বলেন এবং পরে আবার তাকে ফোন করার ইচ্ছার কথা জানান।

প্রতিবেদনে বলা হয়েছে, ফোনালাপটি প্রায় এক ঘণ্টা ধরে চলে।

ক্রেমলিন এই ফোনের কথা নিশ্চিত করেছে এবং তারা বলেছে যে, বার্লিনের অনুরোধে এই ফোনালাপটি হয়। পুতিন শলৎসকে বলেন, ইউক্রেনে যুদ্ধ বন্ধ করার ব্যাপারে যেকোনও চুক্তিতে রাশিয়ার নিরাপত্তা স্বার্থের বিষয়টিকে আমলে নিতে হবে এবং তাতে নতুন আঞ্চলিক বাস্তবতার প্রতিফলন থাকতে হবে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, গভীর মতানৈক্য সত্ত্বেও, দুই নেতার মধ্যে যে ফোনালাপ হয়েছে সেটাই খুব ইতিবাচক বিষয়। শলৎস-এর জোট সরকারের পতনের প্রায় এক সপ্তাহ পরে রুশ প্রেসিডেন্টের সঙ্গে কথা বললেন তিনি।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন