বৃহস্পতিবার , ১৫ সেপ্টেম্বর ২০১৬ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

পুঠিয়ায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে দুই শিশুর রক্ষা

Paris
সেপ্টেম্বর ১৫, ২০১৬ ১০:৫০ অপরাহ্ণ

পুঠিয়া প্রতিনিধিঃ
পুঠিয়ায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল দুই শিশু।
বৃহস্পতিবার উপজেলা সদরের পালোপাড়া গ্রামে লুৎফর রহমান তার শিশু কন্যা শাকিলা (১৪) বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেন ও শিবপুরহাট গ্রামে লালন আলী তার শিশু কন্যা চাঁদনী (১৪) বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেন। সব ঠিকঠাক চলছিলো বিয়ের রান্নার আয়োজন করা হয় দাওয়াতের লোকজোন দাওয়াত খেতে আসে বিয়ে বাড়িতে। বর বিয়ে করতে আসে কিন্তু বিয়ের ঠিক আগ মুহুর্তে বাধসাধে উপজেলা প্রশাসন।

 
খরব পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুজ্জামান ও সহকারী কশিনার ভূমি লিয়াকত আলী শেখ ও পুঠিয়া থানা পুলিশসহ ছুটে যান বিয়ে বাড়িতে। সেসময় তাদের উপস্থিতি টের পেয়ে দুই বিয়ে বাড়ির বর ও তাদের লোকজন পালিয়ে যায়।

 
পরে লুৎফর রহমান ও তার স্ত্রী লাভলী বেগমকে এবং লালন ও তার স্ত্রী আরিফা বেগমকে আটক করে নিয়ে আসা হয়। রাতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুজ্জামান ও সহকারী কমিশনার ভূমি লিয়াকত আলী শেখ ভ্র্যাম্যমান আদালতের মাধ্যমে দুই দম্পতিকে বাল্যবিবাহ নিরোধ আইনে মাধ্যমে ৭দিনের জেল প্রদান করেন।
স/শ

সর্বশেষ - রাজশাহীর খবর