পুঠিয়া প্রতিনিধিঃ
রাজশাহীর পুঠিয়ায় জেলা আওয়ামী লীগের আয়োজনে জাতীয় শোক দিবসের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পুঠিয়া উপজেলার বানেশ্বর কাচারী মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ওমর ফারুক চৌধুরীর এমপি।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক এ্যাডঃ লায়েব উদ্দীন লাভলুর সঞ্চালনে স্বরণ সভায় বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপিকা জিনাতুন্নেছা তালুকদার, আকতার জাহান এমপি, অধ্যক্ষ এস এম একরামুল হক, সাধারন সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক আহসানুল হক মাসুদ, জেলা আ,লীগের সদস্য ও পুঠিয়া দূর্গাপুরের সাংসদ আলহাজ আব্দুল ওয়াদুদ দারা, বাগমারা উপজেলা চেয়ারম্যান আলহাজ জাকিরুল ইসলাম সান্টু, সদস্য অধ্যক্ষ গোলাম ফারুক, জেলা যুবলীগ সভাপতি আবু সাইদ, রাবি ছাত্রলীগের আহবায়ক কামরুজ্জামান চঞ্চল প্রমূখ।
বক্তাগন দেশে জঙ্গী উত্থানের জন্য বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তার দোসরদের দায়ী করেন। পরে জাতির পিতা বঙ্গবন্ধু, তাঁর পরিবার ও রাজশাহী জেলা আওয়ামী লীগের প্রয়াত শ্রম বিষয়ক সম্পাদক আঃ সাত্তার শেখের জন্য বিশেষ মোনাজাত করেন।
স/শ