রবিবার , ১৭ নভেম্বর ২০২৪ | ২রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

পার্থ টেস্টে রোহিতকে পাচ্ছে না ভারত

Paris
নভেম্বর ১৭, ২০২৪ ৯:১৯ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ধবলধোলাই হওয়ার পরেই নিজের শঙ্কার কথা জানিয়েছিলেন রোহিত শর্মা। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজের প্রথমটিতে তিনি নাও থাকতে পারেন। আজ সেই শঙ্কাই বাস্তবে প্রমাণিত হয়েছে। পার্থ টেস্টে থাকছেন না রোহিত।

দ্বিতীয়বারের মতো বাবা হওয়ায় পরিবারের সঙ্গে আরো সময় কাটাতে চান বলে জানিয়েছেন রোহিত। এ জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে বাড়তি ছুটি চেয়েছেন তিনি। ভারতীয় অধিনায়কের চাওয়া মঞ্জুরও করেছে বিসিসিআই। আগামী ৬ ডিসেম্বর শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের আগে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা তার।

অ্যাডিলেড টেস্টটি হবে দিবা-রাত্রির। রোহিতের পরিবর্তে দেবদূত পাডিক্কালকে। ভারতের ‘এ’ দলের হয়ে বর্তমানে অস্ট্রেলিয়াতেই আছে পাডিক্কাল। ২৪ বছর বয়সী ওপেনার ক্যারিয়ারের একমাত্র টেস্টটি খেলেছেন এ বছরের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে ধর্মশালায়।

রোহিত না থাকায় স্বাভাবিকভাবেই পার্থ টেস্টে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক জাসপ্রিত বুমরাহ। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে একটি টেস্টে ২০২২ সালে ভারতকে নেতৃত্ব দিয়েছেন ভারতের এই পেসার। রোহিতের সঙ্গে এই টেস্টে নাও পেতে পারে টপ অর্ডার ব্যাটার শুবমান গিলকে। যদিও দলের সঙ্গেই আছেন তিনি। তবে ওয়াকা স্টেডিয়ামে স্লিপ ক্যাচের অনুশীলন করার সময় বাঁ হাতের বুড়ো আঙুল ফেটে যায় তার।

চোটের যা অবস্থা তাতে তাকে না পাওয়ার সম্ভাবনাই বেশি।

 

সূত্র: কালের কণ্ঠ