মঙ্গলবার , ১২ নভেম্বর ২০২৪ | ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

পাঁচ মিনিটের ব্যায়ামে ঠিক হতে পারে রক্তচাপ

Paris
নভেম্বর ১২, ২০২৪ ৭:০৫ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

দৈনিক মাত্র পাঁচ মিনিট ব্যায়াম করা তেমন কোনো ব্যাপার নয়। বিশেষ করে যদি রক্তচাপ নিয়ন্ত্রণ বা কমানোর বিষয় হয়।

সম্প্রতি ইউনিভার্সিটি অফ কলেজ লন্ডনের ‘স্পোর্টস, এক্সারসাইজ অ্যান্ড হেল্থ’য়ের করা গবেষণায় এমন তথ্যই মিলেছে।

পর্যবেক্ষণমূলক এই গবেষণার প্রধান ডা. জো ব্লজেট সিএনএন ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে বলেন, উচ্চমাত্রার শারীরিক কর্মকাণ্ড যেমন- দ্রুত হাঁটা বা সাইকেল চালানোর মতো বিষয় দৈনিক রুটিনে রাখতে পারলে রক্তচাপে উল্লেখযোগ্য প্রভাব পড়ে।

প্রায় ১৫ হাজার মানুষকে ‘অ্যাক্টিভিটি মনিটরস’ পরিয়ে তাদের রক্তচাপ সম্পর্কিত তথ্য সংগ্রহ করা হয়।

‘সার্কুলেশন’ সাময়িকীতে প্রকাশিত এই গবেষণায় শারীরিক কর্মকাণ্ডকে ছয়টি ভাগে ভাগ করা হয়। সেগুলো হল- ঘুমানো, অলস স্বভাব, ধীরে হাঁটা, দ্রুত হাঁটা, দাঁড়িয়ে থাকা এবং অধিক মাত্রার বলিষ্ঠ ব্যায়াম।

গবেষকরা এসব তথ্য অলস স্বভাবের সঙ্গে কর্মক্ষম থাকার প্রভাবের সঙ্গে পর্যবেক্ষণ করেন।

ব্লজেট বলেন, আমরা দেখতে পাই দিনে মাত্র পাঁচ মিনিট ব্যায়ামের সাথে রক্তচাপ কমার সম্পর্ক রয়েছে। আরও ১০ থেকে ২০ মিনিট বেশি সময় ব্যায়ামের সঙ্গে ‘ক্লিনিকালি’ গুরুত্বপূর্ণভাবে রক্তচাপ পরিবর্তিত হয়।

‘ক্লিনিকালি’ রক্তচাপ পরিবর্তনের মানে হল- এটা হৃদরোগ এবং স্ট্রোক’য়ের ঝুঁকি কমাতে পারে।

এই তথ্য জানিয়ে লস অ্যাঞ্জেলেস’য়ের ‘সিডার্স-সিনাই মেডিকেল সেন্টার’য়ের ‘স্মিড হার্ট ইন্সটিটিউট’য়ের হৃদরোগ বিভাগের গবেষণা-সহ-সভাপতি ও অধ্যাপক ডা. সুসান চেং ইমেইলে সিএনএন’কে বলেন, এই গবেষণা আমাদের বিস্তারিত ভাবে জানায় যে, বেশিরভাগ সময় অলস সময় কাটানো হলেও ছোট পরিবর্তনে কত বড় প্রভাব রাখতে পারে জীবনে।

 

সূত্র: যুগান্তর