সিল্কসিটি স্পোর্টস ডেস্ক:
শেষ পাঁচ বলে ৫ ছক্কা মেরে দলকে জিতিয়ে কলকাতা নাইট রাইডার্সের হিরো হয়ে গেছেন রিংকু সিং। বিশ্বজুড়ে চলছে তার স্তুতি। ঠিক উল্টো ঘটনাই ঘটছে সেই পাঁচ ছক্কা হজম করা গুজরাট টাইটানসের পেসার যশ দয়ালের ক্ষেত্রে। খুব স্বাভাবিকভাবেই তার মন খারাপ। চারদিক থেকে শুনতে হচ্ছে সান্ত্বনার বাণী। ক্যারিয়ারটাও নড়বড়ে হয়ে গেছে। এমন সময় ছেলেকে সান্ত্বনা দিলেন যশ দয়ালের বাবা চন্দরপল দয়াল।
ম্যাচটিতে গুজরাটের বিপক্ষে জয়ের জন্য শেষ ওভারে ২৯ রান প্রয়োজন ছিল নাইট রাইডার্সের। ওই ওভারের শেষ পাঁচ বলে পাঁচ ছক্কা মেরে ইতিহাস গড়েন রিংকু সিং। এরপর যশ দয়ালকে দেখা যায় মাঠে বসেই কাঁদতে! এই ছবি ছড়িয়ে পড়তেই যশকে সান্ত্বনা দিচ্ছেন সবাই। যশের বাবা চন্দরপল এক সাক্ষাৎকারে বলেছেন, ‘ও এমনিতেই অন্তর্মুখী স্বভাবের। কম কথা বলে। এ ঘটনার পর হয়তো আরো ভেঙে পড়বে। আমি তাদের (খেলা দেখতে যাওয়া যশের আত্মীয়দের) বলছি, ওর সঙ্গে কথা বলে অনুপ্রাণিত করতে।’
ম্যাচটিতে ৬৯ রান দিয়ে আইপিএলের দ্বিতীয় সর্বোচ্চ খরুচে বোলিংয়ের ‘রেকর্ড’ গড়েন যশ। পাঁচ ছক্কা খাওয়ার বলগুলোর কোনোটা তিনি ইয়র্কার দিয়েছেন, আবার কখনো দিয়েছেন স্লোয়ার। কিন্তু কোনোটাই ঠিকঠাক হচ্ছিল না। চন্দরপল তাই ছেলেকে সাহস দিতে মাঠে যাওয়ার ঘোষণা দিয়েছেন, ‘ভয় পেয়ো না। ক্রিকেটে এটা নতুন কিছু নয়। বোলাররা মার খাবেই। এটা বড় বোলারদের ক্ষেত্রেও ঘটেছে। কঠিন পরিশ্রম করে যাও। বোঝার চেষ্টা করো, ভুলটা কোথায় হচ্ছে। আমি আসছি।’ সূত্র: কালের কণ্ঠ