রবিবার , ২৫ সেপ্টেম্বর ২০১৬ | ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

পদ্মার ভাঙ্গনে দিশেহারা চাঁপাইনবাবগঞ্জের শতাধিক পরিবার

Paris
সেপ্টেম্বর ২৫, ২০১৬ ৪:৪৮ অপরাহ্ণ

ভ্রাম্যমান প্রতিনিধি:
পদ্মার ভয়াবহ ভাঙ্গনে ঘরবাড়ি হারিয়ে দিশেহারা চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর ইউনিয়নের হড়মা গ্রামের শতাধিক পরিবার। মানুষ যখন ঈদের আনন্দে মাতোয়ারা, তখন এসব মানুষ ব্যস্ত দীর্ঘদিনের সাজানো সংসার ভেঙ্গে অন্যত্র সরানোর কাজে।

 
পানি উন্নয়ন বোর্ড ও ঠিকাদারদের গাফেলতির কারণে সময়মত কাজ না হওয়ায় এ দূর্ভোগ বলে অভিযোগ এলাকাবাসীর।

 
বন্যার পর হঠাৎ শুরু হওয়া পদ্মার ভাঙ্গনে দিশেহারা চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর ইউনিয়নের হড়মা ও নামো হড়মা গ্রামের মানুষ। মুহূর্তের মধ্যে পদ্মায় বিলীন হয়ে গেছে ঘরবাড়ি। সবকিছু হারিয়ে এখন কোথায় ঠাঁই হবে সেটাও অনিশ্চিত তাদের।

 
গত কয়েকদিনে দেড় শতাধিক বাড়ি, দুটি স্কুল ও মসজিদসহ বিস্তীর্ণ ফসলি জমি হয়ে নদীগর্ভে চলে গেছে। পানি উন্নয়ন বোর্ড ও ঠিকাদারদের গাফেলতির কারণে সময়মত কাজ না হওয়ায় দূর্ভোগ বলে অভিযোগ এলাকাবাসীর।

 
এদিকে ঈদের ছুটির কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ সম্ভব হয়নি বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি আবদুর রাজ্জাক বিশ্বাস। দেবীনগর ছাড়াও চলতি বছর আলাতুলী, চরবাগডাঙ্গা, নারায়নপুর ও পাঁকা ইউনিয়নে পদ্মার বিভিন্ন পয়েন্টে ৪ শতাধিক ঘর-বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
স/শ

সর্বশেষ - রাজশাহীর খবর