শুক্রবার , ৪ নভেম্বর ২০১৬ | ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

পদ্মার বাধ ও ক্ষতির মুখে পড়া বাড়িগুলো বাঁচাতে এলাকাবাসীর রাস্তা অবরোধ

Paris
নভেম্বর ৪, ২০১৬ ৭:৪৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

পদ্মানদীর বাধের ভাঙ্গা রাস্তা সংস্কার ও ক্ষতি সম্মুক্ষিন বাড়িগুলো যেন ক্ষতিগ্রস্থ না হয় এমন দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে নগরীর সেখেরচক বিহারীবাগান এলাকাবাসী । আজ শুক্রবার বিকেল ৫টার দিকে রাজশাহী আলুপট্টি পদ্মা কমিউনিটি সেন্টারের পাশে ক্ষুব্ধজনতা রাস্তা বন্ধ করে তারা বিক্ষোভ করে।

 

এ সময় রাস্তার দুই পাশের গাড়িগুলো চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে রাস্তায় তীব্র জানজটের সৃষ্টি হয়। পদ্মানদীর তীরবর্তী এলাকার এ সড়কটি কয়েকদিন আগে দেবে যায়। তার কয়েকদিন পরে একই স্থানে আগের চেয়ে আরো বেশি দেবে যায়। এর ফলে পাশের বাড়ির দেওয়ালে ফাটোল দেখা দেয়। এ নিয়ে আশে পাশের আরো বাড়িতে বসবাসরত পরিবারগুলো সঙ্কায় দিন কাটাচ্ছেন।

 

তারা বলছেন, যে কোন সময় বড় ধরণের ভাঙ্গন দেখা দিলে তারা খোলা আকাশের নিচে রাত কাটাতে হতে পারে। এ ঘন্টা ব্যাপি বিক্ষোভের পরে এলাকাবাসি তাদের বাদি জানায় অবিলম্বে এই রাস্তা সংস্কার ও এর আশের পাশের বসবাসরত সাধারণ মানুষের বাড়ি ঘর গুলো পূনরায় নির্মাণের দাবি জানায়।

 

এ সময় বিক্ষুব্ধ জনতারা বলেন, রাজশাহী সিটি করপোরেশন থেকে কয়েকদিন কয়েকজ লোক এসে আমাদের সাথে কথা বলে গেছে। এবং তারা ঘটনাস্থাল পরিদর্শন করে গেছে। তারা বলেছে খুব দ্রুতই কাজ শুরু হবে। কিন্তু দিনের পর দিন চলে গেছে রাসিকের কোন লোক কাজ করতে আসেনি। তারা কোন ব্যবস্থা নেই নি।

 

উল্লেখ্য, গত কিছু দিন আগে রাজশাহী সিটি করপোরেশনের তৈরী এই সড়কের প্রায় ২০০ মিটারের মত ধস নেমেছে। আর মূল সড়ক থেকে প্রায় ছয় হাতের বেশি পদ্মানদীর দিকে নিচু হয়ে দেবে গেছে। এই ধসের কারণে রাস্তার ধার ঘেঁষে নির্মিত প্রায় ১৫ টি মত বাড়ির ১০০ থেকে ১৫০ জনের মত মানুষ বসবাস করেন।

স/আ

সর্বশেষ - রাজশাহীর খবর