মঙ্গলবার , ১৩ সেপ্টেম্বর ২০১৬ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

নড়াইলে ঈদের নামাজ আদায় করলেন মাশরাফি

Paris
সেপ্টেম্বর ১৩, ২০১৬ ১২:৫৪ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা নড়াইলে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন।

 

মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় শহরের কেন্দ্রীয় ঈদগাহে তিনি নামাজ আদায় করেন। মাশরাফির বাসা থেকে মাত্র ১০০ গজ দূরে কেন্দ্রীয় ঈদগাহ।

 

সকাল সোয়া ৭টার দিকে মাশরাফি তার মেয়ে হুমায়রা, ছেলে সাহেল, ছোট ভাই সিজার মাহমুদকে সঙ্গে নিয়ে ঈদগাহে যান। নামাজ আদায় করে মাশরাফি প্রিয়জন ও বন্ধুদের সঙ্গে কোলাকুলি করেন।

 

নামাজ শেষে মাশরাফি তার মামার বাসায় যান। ছোটকালে মামাবাড়িতেই তার অধিকাংশ সময় কেটেছে। মাশরাফির মামা নাহিদ জানান, মাশরাফি দেশে থাকলে সব সময়ই বাড়িতে ঈদ করেন।

 

পরে মাশরাফি নিজ বাড়ি সদর উপজেলার চারিখাদা গ্রামে যান। সেখানে একটি পশু (গরু) কোরবানি করেন।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, মাশরাফি প্রিয়জনদের সাথে ঈদ করার জন্য ১১ সেপ্টেম্বর স্ত্রী সুমনা হক সুমি, মেয়ে হুমায়রা ও দুই বছরের ছেলেসন্তান সাহেলকে নিয়ে নড়াইলের বাড়িতে আসেন।

সূত্র: রাইজিংবিডি

 

সর্বশেষ - খেলা