সিল্কসিটিনিউজ ডেস্ক :
‘ন্যায়ের জন্য দৌড়’ এই প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহে ২৫ কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শিশু-কিশোর ও তরুণদের অংশগ্রহণে এই ম্যারাথন দৌড়ের আয়োজন করেছে ময়মনসিংহ ট্রাইঅ্যাথলেটস নামে একটি সংগঠন।
শুক্রবার ভোর সাড়ে ৫ টায় নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্ক থেকে এ ম্যারাথন যাত্রা শুরু হয়। পরে নগরীর বিভিন্ন সড়ক এবং সুতিয়াখালি বাজার, ভাবখালি বাজার এবং কাচারি বাজার অতিক্রম করে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজে গিয়ে সম্পন্ন হয় ২৫ কিলোমিটার দৌড়।
এছাড়াও আরেকটি ক্যাটাগরিতে সাড়ে ৭ কিলোমিটারে ম্যারাথনে অংশ নেন অনেকে। এতে দেশের বিভিন্ন প্রান্তের নানা বয়সি চার শতাধিক অ্যাথলেট অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতা শেষে দেশসেরা অ্যাথলেটস, এভারেস্ট জয়ী ও আল্ট্রা রানার বাবর আলী, আরিফুর রহমান বেলাল ও লুৎফর রহমানসহ অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
সূত্র: যুগান্তর