সিল্কসিটিনিউজ ডেস্ক :
বিএনপির স্থায়ী কমিটিরি সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘জনগণের নির্বাচিত পার্লামেন্ট ছাড়া সংবিধানের কোনো কিছু পরিবর্তন করা যায় না। দেশে দ্রুত অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।’
শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে খুলনা নগরীর শিববাড়ী মোড়ের জিয়া হল চত্বরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহানগর বিএনপি আয়োজিত তিন দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
গয়েশ্বর বলেন, ‘নির্বাচনের মাধ্যমে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে লাল গোলাপ শুভেচ্ছা দিয়ে বিদায় দিতে চাই।
অন্য কোনো পথে হোক, এটা আমরা আশা করি না। ফলে আপনারা একটি নির্বাচনের দিকে এগিয়ে যান।’
দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আমরা স্বাধীনতা অর্জন করেছি। আর ৫ আগস্ট আমরা স্বৈরাচারমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি।
এই অর্জন আমাদের ধরে রাখতে হবে।’
সমাবেশ শেষে প্রধান অতিথি বেলুন ও ফেস্টুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন।
খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনারের সভাপতিত্বে এবং সদস্যসচিব শফিকুল আলম তুহিনের পরিচালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, গবেষণা সম্পাদক শামীমুর রহমান শামীম, সাবেক সংসদ সদস্য শেখ মুজিবর রহমান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য খান রবিউল ইসলাম রবি প্রমুখ।
সূত্র: কালের কণ্ঠ