নিয়ামতপুর প্রতিনিধি :
নওগাঁর নিয়ামতপুরে উপজেলা প্রশাসন টি-টোয়েন্টি ক্রিকেট টূর্ণামেন্টের উদ্বোধন হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে আজ নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদ।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন হাজিনগর ইউনিয়ন পরিষদ একাদশ এবং চন্দননগর ইউনিয়ন পরিষদ একাদশ।
খেলায় টস জয় লাভ করে চন্দননগর ইউনিয়ন পরিষদ একাদশকে ব্যাটিংয়ে পাঠায়। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৫ রান সংগ্রহ করে চন্দননগর ইউনিয়ন পরিষদ একাদশ। পরে ১৪৬ রানের টার্গেটে ১৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৭ রান তোলে হাজিনগর ইউনিয়ন একাদশ। ৬ উইকেটের সহজ জয় পায় হাজিনগর একাদশ।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপম দাস, নিয়ামতপুর সদর ইউপি চেয়ারম্যান বজলুর রহমান নঈম, চন্দননগর ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান বদি, ভাবিচা ইউপি চেয়ারম্যান ওবাইদুল হক, পাঁড়ইল ইউপি চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা প্রশাসন টি-টোয়েন্টি ক্রিকেট টূর্ণামেন্টে উপজেলার ৮ টি ইউনিয়ন পরিষদ অংশগ্রহণ করছে। আগামী ৪ জুন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।