বৃহস্পতিবার , ৭ জুলাই ২০২২ | ১লা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

নারী লিগেও বিদেশি ফুটবলার

Paris
জুলাই ৭, ২০২২ ১১:২৯ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

নারী ফুটবল লিগে এবার বিদেশি খেলোয়াড়ও দেখা যাবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মহিলা উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ বলেছেন, ‘আগামী নভেম্বরে হবে নারী ফুটবল লিগ। এই লিগে একটি ক্লাব তিনজন বিদেশি খেলোয়াড় রেজিষ্ট্রেশন করতে পারবে। ম্যাচে খেলতে পারবে ২ জন।’

নারী ফুটবল লিগ ২০২০-২১ শেষ হয়েছে গত বছর জুলাইয়ে। পরের আসর একটু বিলম্বেই শুরু করতে যাচ্ছে বাফুফে। কারণ আগস্ট মাসে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ। এরপর নভেম্বরে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ। সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতেও সাবিনাদের জন্য ম্যাচ আয়োজনের চেষ্টা করছে বাফুফে।

আন্তর্জাতিক ব্যস্ততা শেষ করে নভেম্বরে লিগ শুরুর পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বাফুফে। এবারের লিগে আকর্ষণ কেবল বিদেশি খেলোয়াড়ই নয়, দেখা যাবে মোহামেডান ও আবাহনীসহ প্রিমিয়ার লিগের কয়েকটি দলকেও।

মাহফুজা আক্তার কিরণ জানিয়েছেন, ‘আমরা আশা করছি, এবার মোহামেডান, আবাহনী ও শেখ রাসেল নারী ফুটবল লিগে অংশ নেবে। আরও ক্লাবকেও দেখা যেতে পারে।’

নারী ফুটবল লিগে অংশ নেওয়া ও দল গঠনের বিষয়ে সিদ্ধান্ত নিতে বুধবার একটি সভা করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের নারী ফুটবল কমিটি। ক্লাবের অন্যতম পরিচালক আবু হাসান চৌধুরী প্রিন্স বলেছেন, ‘আমরা নারী ফুটবল লিগ খেলবো এবং ভালো দল গঠন করবো।’

গত দুটি লিগে বসুন্ধরা কিংস জাতীয় দলের প্রায় সব খেলোয়াড়দের নিয়ে দল গড়েছিল। যে কারণে লিগে প্রতিদ্বন্দ্বিতা ছিল না। প্রতিপক্ষরা মাঠে খেলতে নেমে হালি হালি গোল খেয়েছে কিংসের কাছে।

এবার যাতে দলগুলোর মধ্যে ভারসাম্য তৈরি হয় সে জন্য বিভিন্ন ক্লাবের পক্ষ থেকে পুল করে দেওয়ার দাবিও উঠেছিল। পুল করলে মেয়েদের পারিশ্রমিক কমে যাবে মনে করে বাফুফে পুলের পথে হাঁটবে না। যে কারণেই খুলে দেওয়া হচ্ছে বিদেশি ফুটবলারের দুয়ার। কোন ক্লাব চাইলে ভাল বিদেশি এনে দল শক্তিশালী করতে পারবে।

মোহামেডানের পরিচালক আবু হাসান চৌধুরী প্রিন্স বলেছেন, ‘বাফুফে থেকে নিশ্চিত করা হয়েছে তিনজন বিদেশি খেলোয়াড় আনা যাবে। দুই জন খেলতে পারবে। আমরা ভালো মানের বিদেশি আনবো। প্রয়োজনে আমরা ইউরোপ থেকে খেলোয়াড় এনে দলের শক্তি বাড়াবো।’

নারী ফুটবলে অংশ নেওয়ার জন্য ক্লাবগুলোর এন্ট্রির সময় শুরু হয়েছে। যদিও এখনো কোন ক্লাব এন্ট্রি করেনি। যারা এবারের লিগে অংশ নিতে ইচ্ছুক তাদের এন্ট্রি করতে হবে আগস্টের মধ্যে। তারপর সেপ্টেম্বর ও অক্টোবর মাসের মধ্যে যে কোনো সময় করা হবে দলবদল। লিগ শুরু হবে নভেম্বরে।

 

সুত্রঃ জাগ নিউজ